Link to home pageLanguagesLink to all Bible versions on this site
2
যিহূদা এবং জেরুশালেমের সঙ্গে জাতি সমগ্রের বিচার
যিহূদার উদ্দেশে অনুতাপের আহ্বান
1 হে লজ্জাবিহীন জাতি,
একত্রিত হও, নিজেদের একত্রিত করো,
2 সেই আদেশের সময় কার্যকর হওয়ার আগে
যখন দিন তুষের মতো উড়ে যাবে,
সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ
তোমাদের উপর আসার আগেই,
সদাপ্রভুর ভীষণ ক্রোধের দিন
তোমাদের উপর আসার আগেই।
3 সদাপ্রভুকে খোঁজ হে দেশের নম্র জনেরা
সদাপ্রভুর আজ্ঞা পালনকারীরা।
ধার্মিকতার অনুসন্ধান করো, নম্রতার অনুসন্ধান করো;
তবেই সদাপ্রভুর ক্রোধের দিনে
তোমরা আশ্রয় পাবে।
ফিলিস্তি
4 গাজা পরিত্যাক্ত হবে
অস্কিলোন ধ্বংস হবে।
দিনের বেলার মধ্যেই অস্‌দোদকে খালি করে দেওয়া হবে
এবং ইক্রোণবাসিদের উপড়ে ফেলা হবে।
5 ধিক্ তোমাদের হে করেথীয়বাসীরা,
যারা সমুদ্রের ধারে বসবাস করো;
ফিলিস্তিনীদের দেশ কনান,
তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর বাণী।
তিনি বলেন, “আমি তোমাদের নষ্ট করব,
কেউই রেহাই পাবে না।”
6 সমুদ্রের ধারের তোমাদের এলাকা চারণভূমি হবে
যেখানে মেষপালকদের জন্য কুয়ো
এবং মেষদের জন্য খোঁয়াড় থাকবে।
7 সেই এলাকা
যিহূদা বংশের বেঁচে থাকা লোকেরা অধিকার করবে;
সেখানে তারা চারণভূমি পাবে।
সন্ধ্যায় তারা বিশ্রাম করবে
অস্কিলোনবাসীদের বাসায়।
তখন থেকে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাদের যত্ন করবেন;
তিনি তাদের অবস্থা ফিরাবেন।
মোয়াব এবং অম্মোন
8 “আমি মোয়াবের অপমানের
এবং অম্মোনীয়দের ঠাট্টার কথা শুনেছি,
যারা আমার প্রজাদের অপমান করে
তাদের দেশের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন করেছে।
9 অতএব, আমার জীবনের দিব্য যে,”
বাহিনীগণের সদাপ্রভু ঘোষণা করেন,
যিনি ইস্রায়েলের ঈশ্বর,
“নিশ্চয় মোয়াব সদোমের মতো,
অম্মোনীয়রা ঘমোরার মতো হবে—
যা আগাছার জায়গা ও লবণের গর্তে,
চিরকালের জন্য পতিত জমি হয়ে থাকবে।
আমার অবশিষ্ট লোকেরা তাদের লুটবে;
আমার জাতির বেঁচে থাকা লোকেরা তাদের দেশ অধিকার করবে।”
 
10 সর্বশক্তিমান সদাপ্রভুর প্রজাদের ওপর
অপমানে ও ঠাট্টার কারণে
এভাবে তারা তাদের অহংকারের জন্য শাস্তি পাবে।
11 তখন সদাপ্রভু তাদের প্রতি ভয়ংকর হবেন
যখন তিনি পৃথিবীর সমস্ত দেবতাদের ধ্বংস করবেন।
দূর দেশের জাতিরা তাঁর কাছে নত হবে,
তাদের নিজের দেশে তাঁর উপাসনা করবে।
কূশ
12 “হে কূশীয়েরা, তোমরাও,
আমার তরোয়ালের দ্বারা মারা যাবে।”
আসিরিয়া
13 তিনি উত্তর দিকের বিরুদ্ধে হাত বাড়িয়ে
আসিরিয়াকে ধ্বংস করবেন,
নীনবীকে একেবারে জনশূন্য
এবং মরুভূমির মতো শুকনো করবেন।
14 সেখানে গরু ও মেষের পাল
এবং সব ধরনের প্রাণী শুয়ে থাকবে।
মরু-প্যাঁচা ও ভুতুম-প্যাঁচারা
তার থামগুলির উপরে ঘুমাবে।
জানলার মধ্যে দিয়ে তাদের ডাক শোনা যাবে,
পুরোনো বাড়ির ভাঙার ধ্বংসস্তূপ দরজার পথ ভরিয়ে দেবে
সিডার গাছের তক্তাগুলিও খোলা পড়ে থাকবে।
15 এই সেই নগর যা হৈচৈপূর্ণ
এবং নিরাপদে ছিল।
সে নিজেকে বলত,
“আমিই একমাত্র! আমাকে ছাড়া আর কেউই নেই।”
সে কেমন ধ্বংস হয়ে গেছে,
বন্যপশুদের আশ্রয়স্থান!
যারা তার পাশ দিয়ে যায়
হাত নেড়ে বিদ্রুপ করতে করতে যায়।

<- সফনিয় 1সফনিয় 3 ->