Link to home pageLanguagesLink to all Bible versions on this site

সফনিয়

1 যিহূদার রাজা, আমোনের পুত্র যোশিয়ের রাজত্বকালে সদাপ্রভুর বাক্য কূশির পুত্র সফনিয়ের কাছে আসে, কূশি গদলিয়ের পুত্র, গদলিয় অমরিয়ের পুত্র, অমরিয় হিষ্কিয়ের পুত্র:

 
সদাপ্রভুর বিচারের দিন
2 “আমি পৃথিবীর বুক থেকে সবকিছু
নষ্ট করে দেব,”
সদাপ্রভু বলেন।
3 “আমি মানুষ এবং পশু উভয়কেই নষ্ট করে দেব;
আকাশের পাখিদেরকেও আমি নষ্ট করে দেব
আর সমুদ্রের মাছেদের—
আর যে মূর্তিরা দুষ্টদের হোঁচট করাবে।”
 
“তখন পৃথিবীর বুক থেকে
সমগ্র মানবজাতিকে আমি ধ্বংস করব,”
সদাপ্রভু বলেন,
4 “আমি যিহূদার বিরুদ্ধে আমার হাত উঠাব
আর জেরুশালেমবাসীদের বিরুদ্ধেও।
আমি এই দেশ থেকে অবশিষ্ট বায়াল-দেবতার প্রতিমা
এবং সমস্ত পৌত্তলিক পুরোহিতদের নাম ধ্বংস করে দেব—
5 যারা ছাদের উপর উঠে
আকাশ-বাহিনীর উপাসনা করে,
যারা সদাপ্রভুর নামে নত হয়ে প্রতিশ্রুতি নেয়
এবং মালাকামের নামেও শপথ করে,
6 যারা সদাপ্রভুকে অনুসরণ করা ছেড়ে দিয়েছে
না তারা সদাপ্রভুকে অন্বেষণ করে, না তাঁর অনুসন্ধান করে।”
 
7 সার্বভৌম সদাপ্রভুর সামনে নীরব হও,
কারণ সদাপ্রভুর দিন সন্নিকট।
সদাপ্রভু একটি উৎসর্গের আয়োজন করেছেন;
তিনি নিমন্ত্রিত জনদের শুচিশুদ্ধ করেছেন।
 
8 “সদাপ্রভুর সেই বলিদানের দিনে
আমি কর্মকর্তাদের
রাজপুত্রদের
এবং যারা বিদেশি রীতিনীতি মানে
তাদের শাস্তি দেব।
9 সেদিন আমি তাদের শাস্তি দেব
যারা পরজাতিদের দেবতাদের উপাসনায় সম্মিলিত হয়,
যারা নিজের দেবতার মন্দির
অত্যাচার আর ছলনার দ্বারা লুন্ঠিত দ্রব্যে পূর্ণ করে।
 
10 “সেদিনে,”
সদাপ্রভু বলেন,
“মাছ-ফটকের থেকে কান্নার শব্দ,
নগরের নতুন অংশ থেকে বিলাপের ধ্বনি,
এবং পাহাড়ের চারদিক সশব্দে ভেঙে পড়ার আওয়াজ শোনা যাবে।
11 হে ব্যবসাকেন্দ্রের বসবাসকারীরা তোমরা বিলাপ করো,
কারণ তোমাদের সমস্ত বণিকেরা নিশ্চিহ্ন হয়ে যাবে,
যারা রুপোর ব্যবসায়ী, তারাও বিনষ্ট হবে।
12 তখন আমি বাতি নিয়ে জেরুশালেমেতে অন্বেষণ করব
যারা সন্তুষ্ট থাকে তাদের শাস্তি দেব,
যারা দ্রাক্ষারসের তলানির মতো,
আর ‘যারা মনে করে সদাপ্রভু কিছুই করবেন না,
ভালো বা মন্দ।’
13 তাদের ধনসম্পত্তি লুট করা হবে,
তাদের ঘরগুলি ধ্বংস করা হবে।
তারা নতুন ঘর নির্মাণ করলেও,
তাতে তারা বসবাস করতে পারবে না;
তারা দ্রাক্ষালতা লাগালেও,
তার রস পান করতে পারবে না।”
 
14 সদাপ্রভুর মহান বিচারের দিন নিকটে—
সন্নিকট আর শীঘ্রই আসছে।
সদাপ্রভুর সেদিনে ক্রন্দনের শব্দ খুবই তিক্ত;
যুদ্ধে বীর যোদ্ধারা যন্ত্রণায় কাতর।
15 সেদিন হবে ক্রোধের দিন—
ভীষণ দুর্দশা ও কষ্টের দিন,
ধ্বংস এবং বিনাশের দিন,
দিন ঘন অন্ধকারের,
কালো মেঘাচ্ছন্ন দিন—
16 চারদিকে ঘেরা নগরের বিরুদ্ধে
আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে
শিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন।
 
17 “আমি সমস্ত লোকেদের উপর এমন বিপত্তি আনব
ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে,
কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।
তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে
আর দেহ গোবরের মতো পড়ে থাকবে।
18 সদাপ্রভুর ক্রোধের দিনে
তাদের রুপো বা তাদের সোনা
কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না।”
 
তার অগ্নিময় ক্রোধে
সমগ্র পৃথিবী পুড়ে যাবে,
তিনি জগতে বসবাসকারী সকলকে
হঠাৎ নষ্ট করে দেবেন।

সফনিয় 2 ->