Link to home pageLanguagesLink to all Bible versions on this site
9
ইস্রায়েলের শত্রুদের বিচার
1 এক ভাববাণী:
হদ্রক দেশের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য
এবং দামাস্কাসের উপরে তা অবস্থান করবে—
কেননা ইস্রায়েলের গোষ্ঠীগুলির ও অন্য সব মানুষের চোখ
সদাপ্রভুর উপরে রয়েছে—
2 আর হমাৎ-এর উপরেও, যে তার সীমানার কাছে,
এবং সোর ও সীদোনের উপরে, যদিও তারা খুবই দক্ষ।
3 সোর তার জন্য একটি দৃঢ় দুর্গ তৈরি করেছে;
সে ধুলোর মতো রুপোর স্তূপ করেছে,
এবং রাস্তার কাদার মতো সোনা জড়ো করেছে।
4 কিন্তু প্রভু তার সবকিছু দূর করে দেবেন
আর তার সমুদ্রের শক্তিকে ধ্বংস করবেন,
এবং আগুন তাকে গ্রাস করবে।
5 অস্কিলোন তা দেখে ভয় পাবে;
গাজা নিদারুণ যন্ত্রণায় কষ্ট পাবে,
এবং ইক্রোণের দশাও তাই হবে, কারণ তার আশা পূর্ণ হবে না।
গাজা তার রাজাকে হারাবে
আর অস্কিলোনে কেউ বাস করবে না।
6 বিদেশিরা অস্‌দোদ দখল করবে,
এবং আমি ফিলিস্তিনীদের অহংকার শেষ করে দেব।
7 আমি তাদের মুখ থেকে রক্ত,
দাঁতের মধ্যে থেকে নিষিদ্ধ খাবার বের করব।
যারা অবশিষ্ট থাকবে তারা আমাদের ঈশ্বরের লোক হবে
আর তারা হবে যিহূদার একটি পরিবার গোষ্ঠী,
এবং ইক্রোণ হবে যিবূষীয়ের মতো।
8 কিন্তু আমি আমার গৃহ রক্ষা করব
অনুপ্রবেশকারী বাহিনী থেকে।
কোনো অত্যাচারী আর কখনও আমার লোকদের ধরবে না,
কারণ এখন আমি পাহারা দিচ্ছি।
সিয়োনের রাজা আসছেন
9 হে সিয়োন-কন্যা, খুব আনন্দ করো!
হে জেরুশালেম-কন্যা, জয়ধ্বনি করো!
দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন,
তিনি ধর্মময় ও বিজয়ী,
নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন,
গাধির বাচ্চার উপরে চড়ে আসছেন।
10 আমি ইফ্রয়িমের কাছ থেকে রথ নিয়ে নেব
ও জেরুশালেমের যুদ্ধের ঘোড়া,
এবং যুদ্ধের ধনুক ভেঙে ফেলা হবে।
তিনি জাতিগণের মধ্যে শান্তি ঘোষণা করবেন।
তাঁর শাসন এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত প্রসারিত হবে
এবং নদী থেকে পৃথিবীর শেষ সীমা পর্যন্ত হবে।
11 তোমার ক্ষেত্রে, তোমার সঙ্গে স্থাপিত আমার নিয়মের রক্তের কারণে,
আমি তোমার বন্দিদের নির্জলা গর্ত থেকে মুক্ত করে দেব।
12 হে আশায় পূর্ণ বন্দিরা, তোমরা তোমাদের দুর্গে ফিরে যাও;
আমি আজই প্রতিজ্ঞা করছি যে আমি তোমাদের দুই গুণ আশীর্বাদ করব।
13 আমি যেমন ধনুক নত করি তেমনি যিহূদাকে নত করব
এবং ইফ্রয়িমকে তিরের মতো ব্যবহার করব।
হে সিয়োন, আমি তোমার ছেলেদের উত্তেজিত করে তুলব,
হে গ্রীস, তোমার ছেলেদের বিরুদ্ধে,
এবং তোমাকে যোদ্ধার তরোয়ালের মতো করব।
সদাপ্রভু আসবেন
14 তারপর সদাপ্রভু তাদের ঊর্ধ্বে দর্শন দেবেন;
তাঁর তির বিদ্যুতের মতো চমকাবে।
সার্বভৌম সদাপ্রভু তূরী বাজাবেন;
তিনি দক্ষিণের ঝোড়ো বাতাসের মতো এগিয়ে যাবেন,
15 এবং সর্বশক্তিমান সদাপ্রভু তাদের রক্ষা করবেন।
তারা ধ্বংস করবে
এবং গুলতি দ্বারা জয়লাভ করবে।
তারা মত্ত হবে এবং দ্রাক্ষারসে মত্ত লোকের মতো শব্দ করবে;
তারা বড়ো পানপাত্রের মতো পূর্ণ হবে
যা যজ্ঞবেদির কোণে ছিটাবার জন্য ব্যবহার করা হয়।
16 সেদিন তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের রক্ষা করবেন
যেমন মেষপালক তার মেষদের রক্ষা করেন।
তারা মুকুটের মণির মতো
তাঁর দেশে ঝকমক করবে।
17 তারা কেমন আকর্ষণীয় এবং সুন্দর হবে!
শস্য খেয়ে যুবকেরা সতেজ হয়ে উঠবে,
এবং নতুন দ্রাক্ষারস পান করে যুবতীরা।

<- সখরিয় 8সখরিয় 10 ->