Link to home pageLanguagesLink to all Bible versions on this site
8
1 তুমি যদি আমার মায়ের স্তন্যপান করা হতে
আমার সহোদর ভাইয়ের মতো!
তাহলে তোমাকে ঘরের বাইরে দেখতে পেলে,
আমি তোমাকে চুম্বন করতাম,
তখন আর কেউ আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারত না।
2 আমি তোমাকে পথ দেখাতাম
আর নিয়ে যেতাম
আমার মায়ের ঘরে—
যে মা আমার শিক্ষাদাত্রী।
আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম,
দিতাম আমার ডালিম ফলের নির্যাস।
3 তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে,
আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে।
4 জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি,
যতক্ষণ না বাসনা জেগে উঠছে,
ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।
বান্ধবীদের দল
5 মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে?
প্রেমিকা
যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন
সেই আপেল গাছের তলায় আমি
তোমাকে জাগালাম; ওখানে
তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।
6 তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো,
তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো;
কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী,
এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য।
এ যেন এক জ্বলন্ত আগুন,
এক লেলিহান আগুনের শিখা।
7 অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না;
নদীরাও তাকে মুছে দিতে পারে না।
কেউ যদি প্রেমের বিনিময়ে
তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়,
তবে তা ধিক্কারজনক হবে।
8 আমাদের একটি অল্পবয়সি বোন আছে,
তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি।
আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি,
কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?
9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,
তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব,
সে যদি দুয়ারস্বরূপা হয়,
তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।
10 আমি প্রাচীরস্বরূপা
এবং আমার দুটি স্তন গম্বুজের মতো।
এভাবেই আমি তাঁর চোখে
পরম তৃপ্তিদায়ক হয়ে উঠলাম।
11 বায়াল-হামনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল;
যা তিনি তার ভাগচাষিদের চাষ করতে দিয়েছেন।
এর ফলের জন্য তাদের মাথাপিছু
দিতে হবে এক সহস্র রৌপ্যমুদ্রা।
12 কিন্তু আমার নিজের দ্রাক্ষাকুঞ্জ দিতে পারি শুধু আমিই;
হে শলোমন, এই 1,000 শেকল রৌপ্যমুদ্রা[a] তোমার জন্য,
আর আমার দ্রাক্ষাকুঞ্জের উৎপাদিত ফলের পরিচর্যাকারী কৃষকেরা পাবে মাথাপিছু
200 শেকল[b] রৌপ্যমুদ্রা।
প্রেমিক
13 প্রতীক্ষারত বন্ধুদের নিয়ে
ওগো কাননচারিনী,
তোমার কণ্ঠস্বর আমাকে শুনতে দাও!
প্রেমিকা
14 ওগো মোর প্রেমিক, চলে এসো,
এবং সুগন্ধি মশলায় ছেয়ে
যাওয়া পর্বতমালায় বিচরণরত হরিণী
কিংবা হরিণশাবক সদৃশ হও।

<- পরমগীত 7