Link to home pageLanguagesLink to all Bible versions on this site
6
বান্ধবীদের দল
1 হে পরমাসুন্দরী, তোমার প্রেমিক
কোথায় চলে গেছেন?
তোমার প্রেমিক কোনও দিকে গেছেন, তোমার সঙ্গে আমরাও
তো তাঁকে সেখানে খুঁজতে যেতে পারি?
প্রেমিকা
2 আমার প্রেমিক তাঁর বাগানে,
সুগন্ধি মশলার কেয়ারিতে নেমে গেছেন,
বাগানগুলিতে পদচারণা করতে
আর লিলি ফুল চয়ন করতে।
3 আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই;
তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।
প্রেমিক
4 ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী,
জেরুশালেমের মতো লাবণ্যময়,
পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো।
5 আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও;
ওরা আমাকে বিহ্বল করে দেয়;
তোমার কেশরাশি এমন ছাগপালের মতো,
যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে
6 তোমার দন্তপঙক্তি যেন একপাল মেষ,
যাদের সদ্য ধৌত করা হয়েছে,
ওরা কেউ একা নয়,
প্রত্যেকের সঙ্গে রয়েছে তার যমজ শাবক।
7 ঘোমটায় আবৃত তোমার কপোল
অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।
8 রানি সম্ভবত ষাটজন,
আর উপপত্নী আশি জন,
আর কুমারীর সংখ্যা অগণ্য;
9 কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা,
তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে;
রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।
বান্ধবীদের দল
10 উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন,
যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল,
নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?
প্রেমিক
11 আমি আখরোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে,
উপত্যকায় নবীন কোনও তরু অঙ্কুরিত হল কি না,
দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হল
কিংবা ডালিম গাছে ফুল এল কি না।
12 বিষয়টি ভালো করে বোঝার আগেই
আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে।
বান্ধবীদের দল
13 ফিরে এসো, ফিরে এসো, হে শূলম্মীয়ে; ফিরে এসো,
ফিরে এসো, যাতে আমরা অপলকে তোমাকে দেখতে পাই।
প্রেমিক
মহনয়িমের নৃত্যের মতো করে তোমরা কেন
শূলম্মীয়েকে অপলকে দেখতে চাইছ?