Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 97
1 সদাপ্রভু রাজত্ব করেন, পৃথিবী উল্লসিত হোক;
সুদূর উপকূলবর্তী দেশ আনন্দিত হোক।
2 মেঘ ও ঘন অন্ধকার তাঁর চতুর্দিক ঘিরে রেখেছে,
ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।
3 আগুন তাঁর অগ্রগামী হয়,
এবং চারিদিকে তাঁর বিপক্ষদের দগ্ধ করে।
4 তাঁর বিদ্যুতের আলোতে পৃথিবী আলোকিত হয়,
জগৎ এসব দেখে আর কম্পিত হয়।
5 সদাপ্রভুর সামনে, সমস্ত জগতের সদাপ্রভুর সামনে,
পর্বতগুলি মোমের মতো গলে যায়।
6 আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে,
এবং সব লোক তাঁর মহিমা দেখে।
 
7 যারা সবাই প্রতিমার আরাধনা করে,
যারা মূর্তিতে গর্ব করে, তারা লজ্জিত হয়;
দেবতারা সবাই, তোমরা সদাপ্রভুর আরাধনা করো।
 
8 তোমার বিচার হে সদাপ্রভু,
সিয়োন শোনে আর আনন্দিত হয়
আর যিহূদার সকল গ্রাম উল্লসিত হয়।
9 কারণ, হে সদাপ্রভু, তুমি সমস্ত জগতের ঊর্ধ্বে পরাৎপর;
সব দেবতার ঊর্ধ্বে তুমি মহিমান্বিত।
10 যারা সদাপ্রভুকে ভালোবাসে তারা অধর্মকে ঘৃণা করুক,
কারণ তিনি তাঁর বিশ্বস্তজনেদের প্রাণরক্ষা করেন,
এবং দুষ্টদের কবল থেকে তাদের উদ্ধার করেন।
11 ধার্মিকের জন্য আলো
আর হৃদয়ে ন্যায়পরায়ণের জন্য আনন্দ, উদিত হয়।
12 তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো,
আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

<- গীত 96গীত 98 ->