Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 96
1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;
সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।
2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;
দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।
3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে
তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।
 
4 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;
সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।
5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,
কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।
6 দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে;
পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।
 
7 জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো,
স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী।
8 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!
নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।
9 তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো,
সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও;
10 জাতিগণের মধ্যে বলো, “সদাপ্রভু রাজত্ব করেন।”
পৃথিবী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তা বিচলিত হবে না;
তিনি ন্যায়ে সব মানুষের বিচার করবেন।
 
11 আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লসিত হোক;
সমুদ্র ও যা কিছু তার মধ্যে আছে, গর্জন করুক।
12 সমস্ত ময়দান ও সেখানকার সবকিছু উল্লসিত হোক;
জঙ্গলের সব গাছ আনন্দ সংগীত করুক।
13 সমস্ত সৃষ্টি সদাপ্রভুর সামনে আনন্দ করুক, কারণ তিনি আসছেন,
এই জগতের বিচার করার জন্য তিনি আসছেন।
তিনি ধার্মিকতায় এই পৃথিবীর বিচার করবেন
এবং তাঁর সত্য অনুযায়ী সব মানুষের বিচার করবেন।

<- গীত 95গীত 97 ->