Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 9
প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।
1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;
আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।
2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;
হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
 
3 আমার শত্রুরা পরাজয়ে ফিরে যায়;
তোমার সামনে তারা হোঁচট খায় ও বিনষ্ট হয়।
4 কারণ তুমি আমার অধিকার ও বিচার নিষ্পন্ন করেছ,
সিংহাসনে বসে তুমি ন্যায়বিচার করেছ।
5 জাতিদের তুমি তিরস্কার করেছ ও দুষ্টদের বিনষ্ট করেছ;
তুমি তাদের নাম চিরতরে নিশ্চিহ্ন করেছ।
6 অন্তহীন ধ্বংস আমার শত্রুদের উপরে এসেছে,
তুমি তাদের নগর ধূলিসাৎ করেছ;
এমনকি তাদের সমস্ত স্মৃতিও মুছে ফেলেছ।
 
7 সদাপ্রভু যুগে যুগে শাসন করেন;
তিনি বিচার করার জন্য তাঁর সিংহাসন প্রতিষ্ঠা করেছেন।
8 ধার্মিকতায় তিনি জগৎ শাসন করেন
এবং মানুষের ন্যায়বিচার করেন।
9 সদাপ্রভু পীড়িতদের আশ্রয়,
সংকটকালে তিনি নিরাপদ আশ্রয় দুর্গ।
10 যারা তোমার নাম জানে তারা তোমাতেই আস্থা রাখে,
কারণ, হে সদাপ্রভু, যারা তোমার অন্বেষণ করে, তাদের তুমি কখনও পরিত্যাগ করোনি।
 
11 সিয়োন পর্বতে অধিষ্ঠিত সদাপ্রভুর প্রশংসা করো,
সকল জাতির মাঝে তাঁর কাজসকল ঘোষণা করো।
12 কারণ যিনি হত্যার প্রতিশোধ নেন, তিনি মনে রাখেন,
তিনি পীড়িতদের আর্তনাদ অবহেলা করেন না।
 
13 দেখো, হে সদাপ্রভু, আমার শত্রুরা কেমন আমাকে অত্যাচার করে!
আমাকে দয়া করো ও মৃত্যুর দ্বার থেকে আমাকে উত্তোলন করো,
14 যেন সিয়োন-কন্যার দুয়ারে
আমি তোমার প্রশংসা ঘোষণা করতে পারি,
এবং সেখানে তোমার পরিত্রাণে উল্লাস করতে পারি।
 
15 জাতিরা নিজেদের তৈরি গর্তে নিজেরাই পড়েছে;
নিজেদের ছড়ানো গোপন জালে তাদের পা আটকে গেছে।
16 সদাপ্রভু ন্যায়বিচার স্থাপন করতে খ্যাত;
দুষ্টরা নিজেদের কাজের ফাঁদে ধরা পড়েছে।
17 দুষ্টরা পাতালের গর্ভে যায়,
যেসব জাতি ঈশ্বরকে ভুলেছে তারাও যায়।
18 কিন্তু, ঈশ্বর দরিদ্রদের কখনও ভুলবেন না;
পীড়িতদের আশা কখনও বিফল হবে না।
 
19 জাগ্রত হও, হে সদাপ্রভু, মর্ত্য যেন বিজয়ী না হয়;
তোমার সামনে সমস্ত জাতিদের বিচার হোক।
20 হে সদাপ্রভু, ভয়ে তাদের কম্পিত করো;
সমস্ত লোক জানুক যে তারা কেবল মরণশীল।

<- গীত 8গীত 10 ->