Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 83
একটি গান। আসফের গীত।
1 হে ঈশ্বর, তুমি নীরব থেকো না;
আমার প্রতি বধির হোয়ো না,
হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থেকো না।
2 দেখো, আমার শত্রুরা কেমন গর্জন করে,
দেখো, আমার বিপক্ষরা কেমন তাদের মাথা তোলে।
3 তারা ধূর্ততায় তোমার প্রজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে;
তারা তোমার প্রিয়জনদের বিরুদ্ধে চক্রান্ত করে।
4 “এসো,” তারা বলে, “আমরা তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করি,
আর যেন ইস্রায়েলের নাম মনে না রাখা হয়।”
 
5 তারা এক মনে চক্রান্ত করে;
তোমার বিরুদ্ধে তারা একজোট গঠন করে—
6 ইদোমের তাঁবুগুলি আর ইশ্মায়েলীয়রা,
মোয়াব আর হাগরীয়রা,
7 গিব্‌লীয়, অম্মোন আর অমালেকীয়রা,
সোরের বাসিন্দাদের সঙ্গে, ফিলিস্তিয়া।
8 এমনকি আসিরিয়া তাদের সঙ্গে একজোট হয়েছে
আর লোটের উত্তরপুরুষদের সঙ্গে একজোট হয়েছে।
 
9 তাদের বিরুদ্ধে সেইরূপ করো যেমন মিদিয়নদের প্রতি করেছিলে,
কীশোন নদীতে যেমন সীষরা আর যাবীনের প্রতি করেছিলে,
10 ঐনদোরে যারা বিনষ্ট হয়েছিল
আর মাটিতে পরে থাকা আবর্জনার মতো হয়েছিল।
11 বিশিষ্ট ব্যক্তিরা ওরেব ও সেবের মতো
আর তাদের অধিপতিরা সেবহ ও সল্‌মুন্নার মতো মরে যাক,
12 কেননা তারা বলেছিল, “এসো, আমরা ঈশ্বরের চারণভূমি
অধিকার করি।”
 
13 হে ঈশ্বর, তাদের ঘূর্ণীয়মান ধুলোর মতো,
বাতাসের সামনে তুষের মতো করো।
14 আগুন যেমন জঙ্গল গ্রাস করে
অথবা আগুনের শিখা যা পর্বতসকল জ্বালিয়ে দেয়,
15 সেইরকম তোমার প্রচণ্ড ঝড়ে তাদের তাড়া করো
আর তোমার ঝড়ে তাদের আতঙ্কিত করো।
16 হে সদাপ্রভু, তাদের মুখ লজ্জায় ঢেকে দাও,
যেন তারা তোমার নাম অন্বেষণ করে।
 
17 তারা চিরকাল যেন লজ্জিত আর আতঙ্কিত হয়;
তারা যেন অপমানে বিনষ্ট হয়।
18 তারা জানুক যে একমাত্র তোমারই নাম সদাপ্রভু,
আর একমাত্র তুমিই সমগ্র জগতের উপর পরাৎপর।

<- গীত 82গীত 84 ->