Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 81
সংগীত পরিচালকের জন্য। গিত্তীৎ*সম্ভবত সংগীতের প্রতিশব্দ অনুসারে। আসফের গীত।
1 ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো;
যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!
2 সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও,
সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।
 
3 অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে,
শিঙার সুদীর্ঘ শব্দ করো;
4 ইস্রায়েলের জন্য এই হল ঈশ্বরের রায়,
যাকোবের ঈশ্বরের আদেশ।
5 যখন ঈশ্বর মিশরের বিরুদ্ধে অগ্রসর হলেন,
তিনি যোষেফের মধ্যে এসব বিধিবিধানরূপে সাক্ষ্য স্থাপন করলেন।
 
আমি এক অচেনা কণ্ঠস্বর শুনতে পেলাম:
 
6 “আমি তাদের কাঁধ থেকে বোঝা সরিয়ে নিলাম;
ঝুড়ি থেকে তাদের হাতকে নিষ্কৃতি দেওয়া হল।
7 তোমার সংকটে তুমি প্রার্থনা করলে আর আমি তোমাকে উদ্ধার করলাম,
বজ্রবিদ্যুৎসহ মেঘের অন্তরাল থেকে আমি তোমাকে উত্তর দিলাম;
মরীবার জলের ধারে আমি তোমাকে পরীক্ষা করলাম।
8 হে আমার ভক্তেরা, আমার কথা শোনো, আর আমি তোমাদের সতর্ক করব—
হে ইস্রায়েল, যদি তুমি আমার কথা শুনতে!
9 তোমার মধ্যে আর অন্য কোনও দেবতা রইবে না;
আমি ছাড়া আর কোনো দেবতার আরাধনা তুমি করবে না।
10 আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর,
যে তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছে।
তোমার মুখ বড়ো করে খোলো আর আমি তা পূর্ণ করব।
 
11 “কিন্তু আমার লোকেরা আমার কথা শোনেনি;
ইস্রায়েল আমার কাছে নিজেকে সমর্পণ করেনি।
12 তাই আমি তাদের একগুঁয়ে হৃদয়ের হাতে তাদের ছেড়ে দিলাম
যেন তারা নিজেদের মন্ত্রণায় চলে।
 
13 “যদি আমার লোকেরা আমার কথা শুনত,
যদি ইস্রায়েল আমার পথ অনুসরণ করত,
14 কত দ্রুত আমি তাদের শত্রুদের দমন করতাম
আর আমার হাত তাদের বিপক্ষদের বিরুদ্ধে তুলতাম!
15 যারা সদাপ্রভুকে ঘৃণা করে তারা তাঁর সামনে অবনত হবে,
আর তাদের শাস্তি চিরকাল স্থায়ী হবে।
16 কিন্তু আমি সর্বোত্তম গম দিয়ে তাদের খাবার জোগাব;
আমি শৈলের মধু দিয়ে তাদের তৃপ্ত করব।”

<- গীত 80গীত 82 ->