Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 79
আসফের গীত।
1 হে ঈশ্বর, জাতিরা তোমার অধিকারে হানা দিয়েছে;
তারা তোমার পবিত্র মন্দিরকে অশুচি করেছে,
তারা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
2 তারা তোমার দাসদের মৃতদেহ
আকাশের পাখিদের খাওয়ার জন্য ফেলে দিয়েছে,
তোমার লোকেদের মাংস বন্যপশুদের জন্য দিয়েছে।
3 জেরুশালেমের সর্বত্র
তারা জলের মতো রক্ত ছড়িয়েছে,
এবং মৃতদেহ সৎকারের জন্য কেউ নেই।
4 আমরা আমাদের প্রতিবেশীদের মাঝে ঘৃণ্য হয়েছি,
চারপাশে লোকেদের কাছে অবজ্ঞা আর উপহাসের পাত্র হয়েছি।
 
5 হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে?
কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে?
6 যারা তোমার নাম স্বীকার করে না,
সেসব লোকের উপর তোমার ক্রোধ ঢেলে দাও,
সেইসব জাতির উপর
যারা তোমার নাম ধরে ডাকে না,
7 কারণ তারা যাকোবের কুলকে গ্রাস করেছে
এবং তাদের আবাসভূমি বিধ্বস্ত করেছে।
 
8 আমাদের পূর্বপুরুষদের পাপ আমাদের উপর আরোপ কোরো না;
তোমার দয়া তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক,
কারণ আমরা মরিয়া হয়ে আছি।
9 হে ঈশ্বর আমাদের পরিত্রাতা, তোমার নামের গৌরবার্থে
আমাদের সাহায্য করো,
তোমার নামের গুণে
আমাদের উদ্ধার করো ও আমাদের পাপ ক্ষমা করো।
10 জাতিরা উপহাস করে কেন বলবে,
“তাদের ঈশ্বর কোথায়?”
 
আমাদের চোখের সামনে, জাতিদের মাঝে, সবাইকে জ্ঞাত করো
যে তুমি তোমার ভক্তদাসদের রক্তের প্রতিশোধ নিয়ে থাকো।
11 বন্দিদের আর্তনাদ তোমার কাছে পৌঁছাক,
তোমার বলবান বাহু দিয়ে তাদের বাঁচিয়ে রাখো যাদের মৃত্যুদণ্ড হয়েছে।
12 হে প্রভু, আমাদের প্রতিবেশীরা, যারা উপহাসে তোমার প্রতি বিদ্রুপ করেছে
তার সাতগুণ তুমি তাদের কোলে ফিরিয়ে দাও।
13 তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপাল
চিরকাল তোমার প্রশংসা করব;
যুগে যুগে
আমরা তোমার স্তবগান করব।

<- গীত 78গীত 80 ->