Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 49
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের একটি গীত।
1 হে লোকসকল, তোমরা শোনো;
সকল পৃথিবীবাসীরা, কর্ণপাত করো,
2 অভিজাত ও নীচ,
ধনী এবং দরিদ্র, শোনো:
3 আমার মুখ প্রজ্ঞার কথা বলবে;
আমার হৃদয়ের ধ্যান তোমাকে বোধশক্তি দেবে।
4 আমি নীতিবাক্যের প্রতি কর্ণপাত করব;
বীণা সহযোগে আমি আমার ধাঁধা ব্যাখ্যা করব:
 
5 যখন অমঙ্গলের দিন আসে,
যখন দুষ্ট ছলনাকারী আমাকে ঘিরে ধরে, তখন আমি কেন ভীত হব?
6 তারা তাদের সম্পত্তিতে আস্থা রাখে
আর নিজেদের মহা ঐশ্বর্যে গর্ব করে।
7 কেউ অপরের জীবন মুক্ত করতে পারে না
অথবা তাদের জন্য ঈশ্বরকে মুক্তিপণ দিতে পারে না।
8 জীবনের মুক্তিপণ বহুমূল্য;
চিরকাল বেঁচে থাকার জন্য
9 এবং মৃত্যু না দেখার জন্য
কেউ যথেষ্ট পারিশ্রমিক দিতে পারে না।
10 কারণ সবাই দেখে যে জ্ঞানীর মৃত্যু হয়,
অচেতন ও মূর্খও বিনষ্ট হয়,
তাদের সম্পত্তি অপরের জন্য রেখে যায়।
11 যদিও তাদের ভূসম্পত্তি তাদেরই নামে ছিল,
তাদের সমাধিই তাদের অনন্ত গৃহ,
যেখানে তারা চিরকালের জন্য বসবাস করবে।
 
12 মানুষ, তাদের ধনসম্পত্তি সত্ত্বেও, স্থায়ী হয় না;
তারা পশুর মতো বিনষ্ট হয়।
 
13 যারা নিজেদের উপর আস্থা রাখে তাদের এই পরিণাম হয়,
এবং তাদেরও হয়, যারা তাদের অনুগামী এবং তাদের কথা সমর্থন করে।
14 তারা মেষের মতো মৃত্যুর জন্য নির্ধারিত;
মৃত্যু তাদের পালক হবে
কিন্তু সকালে ন্যায়পরায়ণেরা তাদের উপর কর্তৃত্ব করবে।
নিজেদের রাজকীয় অট্টালিকা থেকে দূরে
তাদের দেহ সমাধির মধ্যে ক্ষয় হবে।
15 কিন্তু ঈশ্বর আমাকে পাতালের গর্ভ থেকে মুক্ত করবেন;
আমাকে তিনি নিশ্চয় তাঁর কাছে নিয়ে যাবেন।
16 যখন দুষ্টরা ধনের প্রাচুর্যে বৃদ্ধি পায়
আর তাদের গৃহের শোভা বৃদ্ধি পায়, তখন শঙ্কিত হোয়ো না;
17 কারণ যখন তাদের মৃত্যু হবে তারা তাদের সাথে কিছুই নিয়ে যাবে না,
তাদের ঐশ্বর্য তাদের সঙ্গে সমাধি পর্যন্ত যাবে না।
18 এই জীবনে তারা নিজেদের ধন্য মনে করে
এবং তাদের সাফল্যে তারা অপরের প্রশংসা পায়।
19 কিন্তু তাদের মৃত্যু হবে, যেমন তাদের আগেও সবার হয়েছে,
এবং আর কোনোদিন জীবনের আলো দেখবে না।
 
20 যাদের ধনসম্পত্তি আছে কিন্তু বোধশক্তি নেই
তারা পশুদের মতো, যারা বিনষ্ট হয়।

<- গীত 48গীত 50 ->