Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 21
প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 হে সদাপ্রভু, তোমার পরাক্রমে রাজা উল্লাস করেন,
তিনি আনন্দে চিৎকার করেন কারণ তুমি তাঁকে বিজয়ী করেছ।
 
2 তুমি তাঁর মনোবাসনা পূর্ণ করেছ,
এবং তাঁর মুখের অনুরোধ অগ্রাহ্য করোনি।
3 তুমি প্রচুর আশীর্বাদ দিয়ে তাঁকে স্বাগত জানিয়েছ
এবং তাঁর মাথায় সোনার মুকুট পরিয়েছ।
4 তিনি তোমার কাছে জীবন ভিক্ষা করেছেন, আর তুমি তাঁকে তাই দিয়েছ,
তাঁকে অনন্তকালস্থায়ী পরমায়ু দিয়েছ।
5 তোমার দেওয়া বিজয়ে তাঁর গৌরব বিপুল;
তুমি তাঁকে মহিমা ও প্রতিপত্তিতে আবৃত করেছ।
6 নিশ্চয় তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ দিয়েছ
তোমার সান্নিধ্যের আনন্দ তাঁকে উল্লসিত করেছে।
7 কারণ রাজা সদাপ্রভুতে আস্থা রাখেন;
পরাৎপরের অবিচল প্রেমের গুণে
তিনি বিচলিত হবেন না।
 
8 তোমার হাত তোমার সব শত্রুকে বন্দি করবে;
তোমার ডান হাত তোমার সব বিপক্ষকে দখল করবে।
9 যখন যুদ্ধে তোমার আবির্ভাব হবে,
তুমি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তাদের পুড়িয়ে দেবে।
ক্রোধে সদাপ্রভু তাদের গ্রাস করবেন,
আর তাঁর আগুন তাদের দগ্ধ করবে।
10 তুমি তাদের বংশধরদের পৃথিবী থেকে
ও মানবসমাজ থেকে তাদের উত্তরপুরুষদের ধ্বংস করবে।
11 যদিও তারা তোমার বিরুদ্ধে দুষ্ট চক্রান্ত করে,
এবং মন্দ পরিকল্পনা করে, তারা কখনোই সফল হবে না।
12 যখন তারা দেখবে যে তোমার ধনুক তাদের দিকে লক্ষ্য করে আছে
তখন তারা পিছনে ফিরবে ও পালাবে।
 
13 হে সদাপ্রভু, নিজের পরাক্রমে মহিমান্বিত হও;
আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।

<- গীত 20গীত 22 ->