Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 144
দাউদের গীত।
1 সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল;
তিনি আমার হাতকে যুদ্ধ শেখান,
আমার আঙুলকে সংগ্রাম শেখান।
2 তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ,
আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা,
আমার ঢাল, আমি তাঁর শরণাগত,
যিনি জাতিদের আমার অধীনস্থ করেন।
 
3 হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও,
সামান্য মানুষ কে যে তুমি তাদের কথা চিন্তা করো?
4 মানুষ নিঃশ্বাসের মতো;
তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়।
 
5 তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো;
পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে।
6 বিদ্যুৎ প্রেরণ করো আর শত্রুদের বিক্ষিপ্ত করো;
তোমার তির নিক্ষেপ করো আর তাদের ছত্রভঙ্গ করো।
7 ঊর্ধ্বলোক থেকে তোমার হাত প্রসারিত করো;
মহা জলরাশি থেকে
আর অইহুদিদের কবল থেকে
আমাকে উদ্ধার করো আর রক্ষা করো;
8 তাদের মুখ মিথ্যায় পরিপূর্ণ,
তাদের ডান হাত ছলনায় ভরা।
 
9 হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব;
দশ-তারের বীণায় আমি তোমার জন্য সংগীত রচনা করব।
10 তিনি রাজাদের বিজয় দেন
এবং তাঁর দাস দাউদকে উদ্ধার করেন।
 
মারাত্মক তরোয়াল থেকে 11 উদ্ধার করো;
অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো,
যাদের মুখ মিথ্যায় পূর্ণ,
যাদের ডান হাত ছলনায় ভরা।
 
12 তখন আমাদের ছেলেরা তাদের যৌবনে
বেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে,
আর আমাদের মেয়েরা খোদাই করা স্তম্ভস্বরূপ হবে
যা প্রাসাদের শোভা বর্ধনকারী।
13 আমাদের শস্যাগার
বিবিধ খোরাকে পূর্ণ থাকবে।
আমাদের মেষ হাজার গুণ বৃদ্ধি পাবে;
এমনকি দশ হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের মাঠে;
14 আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে।
কোনও শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না,
কেউ বন্দিদশায় যাবে না,
আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না।
15 ধন্য সেই লোকেরা, যাদের পক্ষে এসব সত্য;
ধন্য সেই লোকেরা, সদাপ্রভু যাদের ঈশ্বর।

<- গীত 143গীত 145 ->