গীত 143
দাউদের গীত।
1 হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো,
আমার বিনতিতে কর্ণপাত করো;
তোমার বিশ্বস্ততায় ও ধার্মিকতায়
আমার সহায় হও।
2 তোমার দাসকে বিচারে নিয়ে এসো না,
কারণ জীবিত কেউ তোমার দৃষ্টিতে ধার্মিক নয়।
3 আমার শত্রু আমার পশ্চাদ্ধাবন করে,
সে আমাকে ভূমিতে চূর্ণ করে,
অতীতের মৃত ব্যক্তিদের মতো
সে আমাকে অন্ধকারে বাস করায়।
4 তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়;
আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়।
5 আমি সুদূর অতীতের দিনগুলি স্মরণ করি;
আমি তোমার সব কাজে ধ্যান করি,
আর তোমার হাত যেসব কাজ করেছে তা বিবেচনা করি।
6 আমি তোমার উদ্দেশে আমার হাত প্রসারিত করি;
শুকনো জমির মতো আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত।
7 হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও;
কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে।
তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো না
নতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।
8 প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও,
কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি।
যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও,
কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।
9 হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো,
কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।
10 তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও,
কারণ তুমিই আমার ঈশ্বর;
তোমার আত্মা দয়ালু
আর আমাকে সমতল জমিতে চালাও।
11 তোমার নামের মহিমায়, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো;
তোমার ধার্মিকতায় আমাকে দুর্দশা থেকে মুক্ত করো।
12 তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও;
আমার সব বিপক্ষকে বিনষ্ট করো,