Link to home pageLanguagesLink to all Bible versions on this site
গীত 10
1 হে সদাপ্রভু, কেন তুমি দূরে আছ?
সংকটকালে কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো?
 
2 অহংকারে দুষ্ট ব্যক্তি দুর্বলকে শিকার করে,
নিজের ছলনার জালে সে নিজেই ধরা পরে।
3 সে নিজের অন্যায় মনোবাসনার গর্ব করে;
লোভীকে প্রশংসা করে, কিন্তু সদাপ্রভুকে অপমান করে।
4 অহংকারে দুষ্ট ব্যক্তি ঈশ্বরের অনুসন্ধান করে না;
তার সব চিন্তায় ঈশ্বরের কোনও স্থান নেই।
5 তার পথ সর্বদা সফল হয়;
সে তোমার বিধান অবজ্ঞা করে;
সে তার সব শত্রুকে ব্যঙ্গ করে।
6 সে মনে মনে বলে, “আমাকে কোনও কিছুই বিচলিত করবে না।”
সে শপথ করে, “কখনও কেউ আমার ক্ষতি করবে না।”
 
7 তার মুখ মিথ্যা ও হুমকিতে পূর্ণ;
উপদ্রব ও অন্যায় তার জিভে লেগে রয়েছে।
8 সে গ্রামের অদূরে লুকিয়ে অপেক্ষা করে;
আড়াল থেকে নির্দোষকে হত্যা করে।
গোপনে তার চোখ অসহায়দের অনুসন্ধান করে;
9 সিংহ যেমন গুহায়, সে তেমন গোপনে ওৎ পেতে থাকে,
অসহায়কে ধরবে বলে ওৎ পেতে থাকে;
সে অসহায়কে ধরে তাকে টেনে নিজের জালে নিয়ে যায়।
10 সে নির্দোষদের চূর্ণ করে, আর তারা পতিত হয়;
সেই ব্যক্তির শক্তিতে তারা ধরাশায়ী হয়।
11 সে মনে মনে বলে, “ঈশ্বর কখনও লক্ষ্য করবেন না;
তিনি মুখ ঢেকে থাকেন ও কখনও দেখেন না।”
 
12 হে সদাপ্রভু, জাগ্রত হও, হে ঈশ্বর, তোমার হাত তোলো।
অসহায়কে ভুলে যেয়ো না।
13 দুষ্ট ব্যক্তি কেন ঈশ্বরের অপমান করে?
কেন সে মনে মনে বলে,
“তিনি আমার হিসেব চাইবেন না?”
14 কিন্তু তুমি, হে ঈশ্বর, পীড়িতদের কষ্ট সবই দেখো;
তুমি তাদের দুর্দশা দেখো ও নিজের হাতে তার প্রতিকার করো।
অসহায় মানুষ তোমারই শরণ নেয়;
তুমিই অনাথের আশ্রয়।
15 দুষ্টলোকের হাত ভেঙে দাও;
অনিষ্টকারীদের কাছে তাদের কাজের হিসেব চাও
যতক্ষণ তার লেশমাত্র অবশিষ্ট না থাকে।
 
16 সদাপ্রভু নিত্যকালের রাজা;
অধার্মিক জাতিরা তাঁর দেশ থেকে বিনষ্ট হবে।
17 হে সদাপ্রভু, তুমি পীড়িতদের মনোবাসনার কথা শোনো;
তুমি তাদের উৎসাহিত করো এবং তাদের কাতর প্রার্থনা শোনো।
18 তুমি অনাথ ও পীড়িতদের প্রতি ন্যায়বিচার করবে,
যেন সামান্য মানুষ
আর কোনোদিন আঘাত না করতে পারে।

<- গীত 9গীত 11 ->