Link to home pageLanguagesLink to all Bible versions on this site
4
সদাপ্রভুর পাহাড়
1 শেষের সময়ে
সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে
প্রধানরূপে প্রতিষ্ঠিত হবে;
তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে
এবং লোকেরা তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে।

2 অনেক জাতির লোক এসে বলবে,

“চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই,
যাকোবের ঈশ্বরের গৃহে যাই।
তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন,
যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।”
সিয়োন থেকে বিধান নির্গত হবে,
জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।
3 তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন
এবং দূর-দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন।
তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল
এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না,
তারা আর যুদ্ধ করতেও শিখবে না।
4 প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার
ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে,
এবং কেউ তাদের ভয় দেখাবে না,
কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন।
5 সব জাতির লোকেরা তাদের নিজস্ব
দেবতার নামে চলতে পারে,
কিন্তু আমরা চিরকাল আমাদের
ঈশ্বর সদাপ্রভুর নামে চলব।
6 সদাপ্রভু বলেন, “সেইদিন,
আমি খোঁড়াদের একত্র করব;
যারা বন্দি হয়ে অন্য দেশে আছে,
যাদের আমি দুঃখ দিয়েছি, তাদের এক জায়গায় একত্র করব।
7 আমি খোঁড়াদের আমার অবশিষ্টাংশকে,
যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের এক শক্তিশালী জাতি করব।
সদাপ্রভু সেদিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে
তাদের উপরে রাজত্ব করবেন।
8 আর তুমি, হে পালের দুর্গ,
সিয়োন-কন্যার দুর্গ,
আগের রাজ্য তোমাকে ফিরিয়ে দেওয়া হবে;
জেরুশালেমের কন্যার উপর রাজপদ অধিষ্ঠিত হবে।”
 
9 কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ?
তোমার কি রাজা নেই?
তোমার শাসক কি ধ্বংস হয়ে গেছে,
সেইজন্য কি প্রসব ব্যথায় কষ্ট পাওয়া মহিলার মতো ব্যথা তোমাকে ধরেছে?
10 হে সিয়োন-কন্যা, নিদারুণ যন্ত্রণায় কাতর হও,
প্রসব ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মতো,
কারণ এখন তোমাকে নগর ত্যাগ করে
খোলা মাঠে বাস করতে হবে।
তুমি ব্যাবিলনে যাবে;
সেখানে তুমি উদ্ধার পাবে।
সদাপ্রভু সেখানেই তোমাকে মুক্ত করবেন
তোমার শত্রুদের হাত থেকে।
 
11 কিন্তু এখন অনেক জাতি
তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে।
তারা বলছে, “তাকে অশুচি করা হোক,
আমাদের চোখ আগ্রহ সহকারে সিয়োনকে দেখুক!”
12 কিন্তু তারা জানে না
সদাপ্রভুর চিন্তাসকল;
তারা বুঝতে পারে না তাঁর পরিকল্পনা,
যা তিনি জড়ো করেছেন শস্যের আঁটির মতো খামারে মাড়াই করার জন্য।
13 “হে সিয়োন-কন্যা, তুমি উঠে শস্য মাড়াই করো,
কারণ আমি তোমাকে লোহার শিং দেব;
আমি তোমাকে ব্রোঞ্জের খুর দেব,
আর তুমি অনেক জাতিকে চুরমার করবে।”
তুমি সদাপ্রভুর উদ্দেশে তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিস,
সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে তাদের সম্পদ দিয়ে দেবে।

<- মীখা 3মীখা 5 ->