Link to home pageLanguagesLink to all Bible versions on this site
5
1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো,
এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান।
2 আমাদের অধিকার বিজাতীয় লোকদের হাতে,
আমাদের ঘরবাড়ি বিদেশিদের দখলে চলে গেছে।
3 আমরা অনাথ ও পিতৃহীন হয়েছি,
আমাদের মায়েরা বিধবা হয়েছে।
4 পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়;
অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই।
5 যারা আমাদের তাড়া করে, তারা আমাদের ঠিক পিছনেই;
আমরা শ্রান্ত-ক্লান্ত এবং এতটুকু বিশ্রাম পাই না।
6 পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা
মিশর ও আসিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি।
7 আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তারা আর নেই,
তাই আমরা তাদের শাস্তি বহন করছি।
8 ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে,
এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।
9 মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে
আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।
10 আমাদের চামড়া উনুনের মতো তপ্ত,
খিদেয় আমাদের জ্বর জ্বর বোধ হয়।
11 সিয়োনে নারীদের অপবিত্র করা হয়েছে,
এবং যিহূদার নগরগুলিতে কুমারী-কন্যারা ধর্ষিতা হয়েছে।
12 রাজপুরুষদের হাত বেঁধে ফাঁসি দেওয়া হয়েছে,
প্রাচীন ব্যক্তিদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি।
13 যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে;
বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।
14 প্রাচীনেরা নগরদ্বার থেকে চলে গেছেন;
যুবকেরা তাদের বাজনার শব্দ থামিয়ে দিয়েছে।
15 আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে,
আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।
16 আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে।
ধিক্ আমাদের, কেননা আমরা পাপ করেছি!
17 এইসব কারণে আমাদের হৃদয় মূর্ছিত হয়েছে,
এইসব কারণে আমাদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে।
18 কারণ সিয়োন পর্বত পরিত্যক্ত পড়ে আছে,
শিয়ালেরা তার উপরে বিচরণ করে।
 
19 হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন;
তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী।
20 তুমি কেন সবসময় আমাদের ভুলে যাও?
কেন তুমি এত দীর্ঘকাল যাবৎ আমাদের পরিত্যাগ করে আছ?
21 হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি;
পুরোনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো।
22 কিন্তু তুমি যে আমাদের একেবারেই অগ্রাহ্য করেছ,
এবং আমাদের উপরে তোমার মাত্রাহীন ক্রোধ রয়েছে।

<- বিলাপ 4