Link to home pageLanguagesLink to all Bible versions on this site
2
1 সেই মাছের পেটের মধ্যে থেকে যোনা, তার ঈশ্বর সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন। 2 তিনি বললেন:
“আমার দুর্দশার সময়ে আমি সদাপ্রভুকে ডাকলাম,
আর তিনি আমাকে উত্তর দিলেন।
পাতালের গভীরতম স্থান থেকে আমি সাহায্য চাইলাম,
আর তুমি আমার কান্না শুনলে।
3 তুমি আমাকে গভীর জলে,
সমুদ্রের গর্ভে নিক্ষেপ করলে,
আর প্রকাণ্ড জলস্রোত আমাকে ঘিরে ধরল;
তোমার সকল ঢেউ, তোমার সমস্ত তরঙ্গ,
আমাকে বয়ে নিয়ে গেল।
4 আমি বললাম, ‘আমাকে তোমার দৃষ্টি থেকে
দূর করা হয়েছে;
তবুও আমি আবার
তোমার পবিত্র মন্দিরের দিকে তাকাব।’
5 আমার চারপাশের জলরাশি আমাকে ভীত করল,
অগাধ জলরাশি আমাকে ঘিরে ধরল;
সাগরের আগাছা আমার মাথায় জড়িয়ে গেল।
6 আমি সমুদ্রে পর্বতসমূহের তলদেশ পর্যন্ত ডুবে গেলাম;
নিচের পৃথিবী চিরতরে আমাকে বন্দি করল।
কিন্তু হে সদাপ্রভু, আমার ঈশ্বর,
তুমি গভীর গর্ত থেকে আমার প্রাণকে তুলে ধরলে।
 
7 “আমার প্রাণ যখন আমার মধ্যে ক্ষীণ হচ্ছিল,
সদাপ্রভু, আমি তোমাকে স্মরণ করলাম,
আর আমার প্রার্থনা তোমার কাছে গেল
তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হল।
 
8 “যারা অসার প্রতিমাদের প্রতি আসক্ত থাকে,
নিজেদের প্রতি ঈশ্বরের প্রেম তারা পরিত্যাগ করে।
9 কিন্তু আমি, ধন্যবাদের গান গেয়ে,
তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করব।
আমি যা মানত করেছি, তা আমি পূর্ণ করব।
আমি বলব, পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে।”

10 পরে সদাপ্রভু সেই মাছকে আদেশ দিলে, তা যোনাকে বমি করে শুকনো ভূমিতে ফেলে দিল।

<- যোনা 1যোনা 3 ->