Link to home pageLanguagesLink to all Bible versions on this site
23
ইয়োব
1 পরে ইয়োব উত্তর দিলেন:
2 “আজও আমার বিলাপ তীব্র;
আমি গোঙানো সত্ত্বেও[a] তাঁর হাত[b] ভারী হয়েছে।
3 কোথায় তাঁকে খুঁজে পাওয়া যাবে তা যদি শুধু আমি জানতে পারি;
তাঁর আবাসের কাছে যদি শুধু যেতে পারি!
4 তবে তাঁর সামনে আমি আমার দশা বর্ণনা করব
ও আমার মুখ যুক্তিতর্কে ভরিয়ে তুলব।
5 তিনি আমাকে কী উত্তর দেবেন, তা আমি খুঁজে বের করব,
ও তিনি আমাকে কী বলবেন, তা বিবেচনা করব।
6 তিনি কি সবলে আমার বিরোধিতা করবেন?
না, তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না।
7 সেখানে তাঁর সামনে ন্যায়পরায়ণ লোকেরা তাদের সরলতা প্রতিষ্ঠিত করতে পারে,
ও সেখানেই আমি চিরতরে আমার বিচারকের হাত থেকে মুক্ত হব।
 
8 “কিন্তু আমি যদি পূর্বদিকে যাই, তিনি সেখানে নেই;
আমি যদি পশ্চিমদিকে যাই, সেখানেও তাঁকে খুঁজে পাই না।
9 তিনি যখন উত্তর দিকে কাজ করেন, আমি তাঁর দেখা পাই না;
তিনি যখন দক্ষিণ দিকে ফেরেন, আমি তাঁর কোনও ঝলক দেখতে পাই না।
10 কিন্তু আমি যে পথ ধরি, তিনি তা জানেন;
তিনি যখন আমার পরীক্ষা করবেন, আমি তখন সোনার মতো বের হয়ে আসব।
11 আমার পা ঘনিষ্ঠভাবে তাঁর পদচিহ্নের অনুসরণ করেছে,
বিপথগামী না হয়ে আমি তাঁর পথেই চলেছি।
12 আমি তাঁর ঠোঁটের আদেশ অমান্য করিনি;
তাঁর মুখের কথা আমি আমার দৈনিক আহারের চেয়েও বেশি যত্নসহকারে সঞ্চয় করে রেখেছি।
 
13 “কিন্তু তিনি অনুপম, ও কে তাঁর বিরোধিতা করবে?
তাঁর যা খুশি তিনি তাই করেন।
14 আমার বিরুদ্ধে তিনি তাঁর রায়দান সম্পন্ন করেছেন,
ও এ ধরনের আরও অনেক পরিকল্পনা তাঁর কাছে আছে।
15 সেইজন্য তাঁর সামনে আমি আতঙ্কিত হই;
আমি যখন এসব কথা ভাবি, তখন আমি তাঁকে ভয় পাই।
16 ঈশ্বর আমার হৃদয় মূর্ছিত করেছেন;
সর্বশক্তিমান আমাকে আতঙ্কিত করেছেন।
17 তবুও অন্ধকার দ্বারা আমি নীরব হইনি,
সেই ঘন অন্ধকার দ্বারাও হইনি যা আমার মুখ ঢেকে রাখে।