Link to home pageLanguagesLink to all Bible versions on this site
64
1 আহা! যদি তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করে নেমে আসতে,
তাহলে পর্বতগুলি তোমার সাক্ষাতে কম্পিত হত!
2 আগুন যেমন ঝোপ প্রজ্বলিত করে
ও জল ফোটায়,
তেমন ভাবেই নেমে এসে তোমার শত্রুদের কাছে তোমার নাম জ্ঞাত করো
এবং জাতিসমূহকে তোমার সাক্ষাতে কম্পমান করো!
3 কারণ আমরা যেমন আশা করিনি, তুমি তখন তেমনই ভয়ংকর সব কাজ করেছিলে,
তুমি নেমে এসেছিলে এবং পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হয়েছিল।
4 পুরাকাল থেকে কেউ শোনেনি,
কোনো কান তা উপলব্ধি করেনি,
তুমি ছাড়া আর কোনো ঈশ্বরকে কোনো চোখ দেখেনি,
তিনি তাদের পক্ষে সক্রিয় হন, যারা তাঁর অপেক্ষায় থাকে।
5 তুমি তাদের সাহায্য করার জন্য উপস্থিত হও যারা আনন্দের সঙ্গে ন্যায়সংগত কাজ করে,
যারা তোমার পথসমূহের কথা স্মরণ করে।
কিন্তু যখন আমরা তাদের বিরুদ্ধে পাপ করে চলেছিলাম,
তুমি ক্রুদ্ধ হয়েছিলে।
তাহলে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি?
6 আমরা সবাই অশুচি মানুষের মতো হয়েছি,
আমাদের ধার্মিকতার যত কাজ, সব নোংরা কাপড়ের মতো;
আমরা সবাই পাতার মতো শুকিয়ে যাই,
আমাদের পাপগুলি বাতাসের মতো আমাদের উড়িয়ে নিয়ে যায়।
7 কোনো মানুষ তোমার নামে ডাকে না
অথবা তোমাকে ধরার জন্য প্রাণপণ করে না;
কারণ তুমি আমাদের কাছ থেকে তোমার মুখ লুকিয়েছ
এবং আমাদের পাপের কারণে আমাদের ক্ষয়ে যেতে দিচ্ছ।
 
8 তবুও, হে সদাপ্রভু, তুমি আমাদের বাবা।
আমরা সবাই মাটি, আর তুমি কুমোর;
আমরা সবাই তোমার হাতের রচনা।
9 হে সদাপ্রভু, মাত্রাতিরিক্ত ক্রুদ্ধ হোয়ো না;
চিরকাল আমাদের পাপগুলি মনে রেখো না।
আহা, মিনতি করি, আমাদের প্রতি দৃষ্টিপাত করো,
কারণ আমরা সবাই তোমার প্রজা।
10 তোমার পবিত্র নগরগুলি মরুভূমি হয়েছে;
এমনকি, সিয়োনও মরুভূমি ও জেরুশালেম ভাববাদী বর্জিত হয়েছে।
11 আমাদের পিতৃপুরুষেরা যেখানে তোমার স্তব করতেন,
সেই পবিত্র ও সুশোভিত মন্দির অগ্নিদগ্ধ হয়েছে,
যা কিছু আমরা সঞ্চয় করেছিলাম, সব পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
12 এসব সত্ত্বেও, হে সদাপ্রভু, তুমি কি নিজেকে গুটিয়ে রাখবে?
তুমি কি নীরব থেকে অতিমাত্রায় আমাদের শাস্তি দেবে?

<- যিশাইয় 63যিশাইয় 65 ->