Link to home pageLanguagesLink to all Bible versions on this site
62
সিয়োনের নতুন নাম
1 সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না,
জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না,
যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়,
তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।
2 সব জাতি তোমার ধর্মশীলতা দেখবে,
সব রাজা তোমার মহিমা দেখবে;
তুমি এক নতুন নামে আখ্যাত হবে,
যে নাম সদাপ্রভুরই মুখ নির্ণয় করবে।
3 তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট,
তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।
4 তারা আর তোমাকে পরিত্যক্ত বলবে না,
কিংবা তোমার দেশকে জনশূন্য বলবে না।
কিন্তু তোমাকে ডাকা হবে হিফ্‌সীবা[a] বলে,
তোমার দেশকে বলা হবে বিউলা;[b]
কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে আনন্দ করবেন,
আর তোমার ভূমি বিবাহিত হবে।
5 যেভাবে কোনো যুবক একজন কুমারীকে বিবাহ করে,
তোমার নির্মাতা তেমনই তোমায় বিবাহ করবেন;[c]
বর যেমন কনেকে নিয়ে উল্লসিত হয়,
তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন।
 
6 জেরুশালেম, আমি তোমার প্রাচীরগুলিতে প্রহরী নিয়োগ করেছি,
তারা দিনে বা রাতে, কখনও নীরব থাকবে না।
তোমরা যারা সদাপ্রভুকে ডাকো,
তোমরা নিজেদের বিশ্রাম দিয়ো না,
7 আর তাঁকেও দিয়ো না, যতক্ষণ না তিনি জেরুশালেমকে প্রতিষ্ঠিত করেন
এবং তাকে পৃথিবীতে প্রশংসার পাত্র করেন।
 
8 সদাপ্রভু তাঁর ডান হাত ও তাঁর শক্তিশালী বাহু
তুলে শপথ করেছেন:
“আর কখনও আমি তোমার শস্যদানা নিয়ে
তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না,
বিজাতিয়েরা আর কখনও নতুন দ্রাক্ষারস পান করবে না,
যার জন্য তুমি পরিশ্রম করেছ।
9 কিন্তু যারা সেই ফসল সঞ্চয় করবে, তারাই তা ভোজন করবে
ও সদাপ্রভুর প্রশংসা করবে,
আর যারা দ্রাক্ষাচয়ন করবে, তারা তা পান করবে,
আমার পবিত্র ধামের প্রাঙ্গণেই করবে।”
 
10 পার হও, তোমরা তোরণদ্বারগুলি দিয়েই পার হও!
প্রজাদের জন্য পথ প্রস্তুত করো।
নির্মাণ করো, রাজপথ নির্মাণ করো!
সব পাথর সরিয়ে ফেলো।
সমস্ত জাতির জন্য একটি পতাকা তোলো।
 
11 সদাপ্রভু পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত একটি ঘোষণা করেছেন:
“তোমরা সিয়োন-কন্যাকে বলো,
‘দেখো, তোমার পরিত্রাতা আসছেন!
দেখো, তাঁর প্রাপ্য বেতন আছে তাঁর হাতে,
তাঁর পুরস্কার আছে তাঁর সঙ্গে।’ ”
12 তারা আখ্যাত হবে পবিত্র প্রজা,
এবং সদাপ্রভুর মুক্তিপ্রাপ্ত লোক বলে;
আর তোমাকে বলা হবে, অন্বেষিতা,
এমন নগরী যা আর পরিত্যক্ত নয়।

<- যিশাইয় 61যিশাইয় 63 ->