Link to home pageLanguagesLink to all Bible versions on this site
27
ইস্রায়েলের উদ্ধারলাভ
1 সেদিন,
সদাপ্রভু তাঁর তরোয়াল দিয়ে,
তাঁর ভয়ংকর, বিশাল ও শক্তিশালী তরোয়াল দিয়ে
সড়সড় করে চলা সেই সাপ লিবিয়াথনকে,
কুণ্ডলী পাকানো সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন;
তিনি সেই সামুদ্রিক দানবকে হনন করবেন।

2 সেদিন,

“তোমরা এক ফলবান দ্রাক্ষাকুঞ্জ সম্বন্ধে গান করবে:
3 আমি সদাপ্রভু, তার উপরে দৃষ্টি রাখি;
আমি তাতে নিয়মিতরূপে জল সেচন করি।
আমি দিবারাত্র তাকে পাহারা দিই,
যেন কেউই তার ক্ষতি করতে না পারে।
4 আমি আর ক্রুদ্ধ নই।
কেবলমাত্র যদি শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ আমার বিরুদ্ধে সংঘর্ষ করত!
আমি তাদের বিরুদ্ধে সমরাভিযান করতাম;
আমি সেসবই আগুনে পুড়িয়ে দিতাম।
5 নয়তো, তারা আমার কাছে আশ্রয় গ্রহণের জন্য আসুক;
তারা আমার সঙ্গে শান্তিচুক্তি স্থাপন করুক,
হ্যাঁ, তারা আমার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করুক।”
 
6 আগামী সময়ে, যাকোবের বংশধরেরা শিকড় প্রতিষ্ঠিত করবে,
ইস্রায়েল জাতি মুকুলিত হয়ে প্রস্ফুটিত হবে
এবং সমস্ত জগৎ ফলে পরিপূর্ণ করবে।
 
7 সদাপ্রভু কি তাকে আঘাত করেছেন,
যেমন তাকে যারা আঘাত করেছে, তিনি তাদের আঘাত করেছিলেন?
তাকে কি হত্যা করা হয়েছে,
যেমন যারা তাকে হত্যা করতে চেয়েছিল, তাদের তিনি হত্যা করেছিলেন?
8 যুদ্ধ ও নির্বাসনের মাধ্যমে তুমি তার সঙ্গে বিবাদ করেছ—
পুবালি ঝোড়ো বাতাস যেদিন বয়ে গেলে যেমন হয়,
তাঁর প্রবল ফুৎকারে তিনি তেমনই তাদের বের করে দিয়েছেন।
9 এভাবেই তখন, যাকোব কুলের অপরাধের প্রায়শ্চিত্ত হবে,
তাদের পাপের সম্পূর্ণ অপসারণের এই হবে তার পূর্ণ পরিণাম:
যখন তিনি বেদির সব পাথরকে
চুনা পাথরের মতো চূর্ণ করবেন,
তখন আশেরা দেবীর কোনো খুঁটি বা ধূপবেদি
আর দাঁড়িয়ে থাকবে না।
10 সুরক্ষিত নগরটি তখন নির্জন পড়ে থাকবে,
এক পরিত্যক্ত নিবাসস্থানরূপে, যা মরুভূমির মতোই বিস্মৃত হবে;
সেখানে বাছুরেরা চরে বেড়াবে,
সেখানে তারা শুয়ে বিশ্রাম করবে;
তারা তার শাখাসমূহের ছাল ছিলে ফেলবে।
11 গাছপালার কচি পাতা শুকিয়ে গেলে সেগুলি ভেঙে ফেলা হবে,
আর স্ত্রীলোকেরা সেগুলি নিয়ে আগুন জ্বালাবে।
কারণ এই এক জাতি, যাদের বুদ্ধি নেই;
তাই তাদের নির্মাতা তাদের প্রতি সহানুভূতিশীল নন,
এবং তাদের স্রষ্টা তাদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করেন না।

12 সেদিন, সদাপ্রভু প্রবাহিত ইউফ্রেটিস নদী থেকে মিশরের জলস্রোত পর্যন্ত হাতে চয়ন করা শস্যের মতো তাদের সংগ্রহ করবেন। আর ইস্রায়েলীরা, তোমাদের এক একজন করে একত্র করা হবে। 13 সেদিন একটি বৃহৎ তূরী বাজানো হবে। যারা আসিরিয়ায় বিনষ্ট হচ্ছিল ও যারা মিশরে নির্বাসিত হয়েছিল, তারা জেরুশালেমের পবিত্র পর্বতে এসে সদাপ্রভুর উপাসনা করবে।

<- যিশাইয় 26যিশাইয় 28 ->