Link to home pageLanguagesLink to all Bible versions on this site
25
সদাপ্রভুর প্রশংসাগীতি
1 হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর;
আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব,
কারণ নিখুঁত বিশ্বস্ততায়,
তুমি বিস্ময়কর সব কাজ করেছ,
যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।
2 তুমি নগরকে এক পাথরের ঢিবিতে এবং
সুরক্ষিত নগরীকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছ,
বিদেশিদের দুর্গ আর নগর নয়;
তা আর কখনও পুনর্নির্মিত হবে না।
3 সেই কারণে, শক্তিশালী লোকেরা তোমাকে সম্মান করবে;
নির্মম জাতিদের নগরগুলি তোমার প্রতি সম্ভ্রম প্রদর্শন করবে।
4 তুমি দরিদ্রদের জন্য এক আশ্রয়স্থান হয়েছ,
দুর্দশায় হয়েছ নিঃস্ব ব্যক্তির শরণস্থান,
প্রবল ঝড়ে রক্ষা পাওয়ার জায়গা
ও উত্তাপ থেকে রক্ষা পাওয়ার ছায়াসদৃশ।
কারণ নির্মম ব্যক্তিদের শ্বাসপ্রশ্বাস,
যেমন কোনো দেওয়ালে প্রতিহত হওয়া হল্কার মতো
5 এবং যেন মরুভূমির উত্তাপের মতো।
তুমি বিদেশিদের চিৎকার থামিয়ে থাকো;
যেমন মেঘের ছায়ায় উত্তাপ কমে আসে,
সেভাবেই নির্মম লোকদের গীত স্তব্ধ হয়েছে।
 
6 এই পর্বতের উপরে সর্বশক্তিমান সদাপ্রভু প্রস্তুত করবেন
সমস্ত জাতির জন্য উৎকৃষ্ট খাদ্যের মহাভোজ,
পুরোনো দ্রাক্ষারসের এক পানসভা,
সর্বোৎকৃষ্ট মাংস ও উৎকৃষ্টতম দ্রাক্ষারস সমন্বিত ভোজ।
7 এই পর্বতের উপরে তিনি ধ্বংস করবেন
সব জাতিকে ঢেকে রাখা সেই চাদর,
সেই আচ্ছাদন, যা সব জাতিকে রেখেছিল আবৃত;
8 তিনি চিরকালের জন্য মৃত্যুকে গ্রাস করবেন।
সার্বভৌম সদাপ্রভু সকলের মুখ থেকে চোখের জল মুছিয়ে দেবেন;
তিনি সমস্ত পৃথিবী থেকে তাঁর প্রজাদের দুর্নাম ঘুচিয়ে দেবেন।
সদাপ্রভু একথা বলেছেন।

9 সেদিন তারা বলবে,

“নিশ্চয়ই ইনিই আমাদের ঈশ্বর;
আমরা তাঁর উপরে আস্থা রেখেছি, আর তিনি আমাদের রক্ষা করেছেন।
ইনিই সদাপ্রভু, আমরা তাঁর উপরে বিশ্বাস করেছি;
এসো আমরা তাঁর দেওয়া পরিত্রাণে আনন্দ করি ও উল্লসিত হই।”
 
10 সদাপ্রভুর হাত এই পর্বতের উপরে স্থির থাকবে;
কিন্তু মোয়াবকে তাঁর নিচে তিনি পদদলিত করবেন
যেমন সারের মধ্যে খড় পদদলিত করা হয়।
11 তারা এর উপরে তাদের হাত প্রসারিত করবে,
যেভাবে সাঁতারু সাঁতার কাটার জন্য হাত প্রসারিত করে।
ঈশ্বর তাদের অহংকার অবনমিত করবেন
যদিও তাদের হাত চতুরতার[a] চেষ্টা করে।
12 তিনি তোমার উঁচু প্রাচীর সমন্বিত দৃঢ় দুর্গকে ভেঙে ফেলে ধ্বংস করবেন;
তিনি সেগুলি মাটিতে নামিয়ে আনবেন,
ধূলিসাৎ করবেন।

<- যিশাইয় 24যিশাইয় 26 ->