Link to home pageLanguagesLink to all Bible versions on this site
14
1 সদাপ্রভু যাকোব কুলের প্রতি সহানুভূতি দেখাবেন;
আর একবার তিনি ইস্রায়েলকে বেছে নেবেন
এবং তাদের স্বদেশে তাদের অধিষ্ঠিত করবেন।
বিদেশিরা তাদের সঙ্গে যোগ দেবে
এবং যাকোব কুলের সঙ্গে সংযুক্ত হবে।
2 অন্যান্য জাতি তাদের নিয়ে
তাদের স্বদেশে পৌঁছে দেবে।
আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে
জাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে।
তারা তাদের বন্দিকারীদের বন্দি করবে
এবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।

3 যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন, 4 তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে:

পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে!
কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!
5 সদাপ্রভু দুষ্টদের লাঠি
ও শাসকদের রাজদণ্ড ভেঙে ফেলেছেন,
6 যা একদিন অনবরত আঘাত দ্বারা
লোকেদের নিধন করত;
এবং ক্রোধে নিরন্তর আগ্রাসনের দ্বারা
তারা জাতিসমূহকে বশ্যতাধীন করত।
7 সমস্ত দেশ বিশ্রাম ও শান্তি ভোগ করছে;
তারা গান গেয়ে আনন্দ করছে।
8 এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিও
এই আনন্দ সংগীত গেয়ে বলে,
“এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে,
আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।”
 
9 নিম্নস্থ পাতাল*হিব্রু: শেওল; 11 ও 15 পদেও। তোমার আগমনে,
তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে;
তোমাকে স্বাগত জানানোর জন্য
এ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায়
তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা।
যারা জাতিসমূহের উপরে রাজা ছিল,
এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়।
10 তারা সকলেই প্রত্যুত্তর করবে,
তারা সবাই তোমাকে বলবে,
“তুমিও আমাদেরই মতো দুর্বল হয়েছ;
তুমি আমাদের সদৃশ হয়েছ।”
11 তোমার বীণাগুলির কোলাহল সমেত
তোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে;
শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে,
আর কীটেরা তোমাকে আবৃত করে।
 
12 ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান,
তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ!
তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ,
সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!
13 তুমি মনে মনে বলেছিলে,
“আমি স্বর্গে আরোহণ করব;
ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে,
আমি আমার সিংহাসন তুলে ধরব;
আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে,হিব্রু: সাফনের উচ্চতায় যা ছিল কনানীয়দের পবিত্র পর্বত।
আমার সিংহাসনে উপবিষ্ট হব।
14 আমি মেঘমালার উপরে আরোহণ করব,
আমি নিজেকে পরাৎপরেরঅর্থাৎ, যিনি সর্বোচ্চ স্থানে অধিষ্ঠান করেন। তুল্য করব।”
15 কিন্তু তোমাকে নামানো হয়েছে কবরের মধ্যে,
পাতালের গভীরতম তলে।
 
16 যারা তোমার দিকে তাকায়, তারা কটাক্ষ করে,
তারা তোমার অবস্থা দেখে চিন্তা করে:
“এ কি সেই লোক, যে পৃথিবীকে কাঁপিয়ে তুলত,
রাজ্যগুলি যার ভয়ে কাঁপত?
17 সেই লোক, যে জগৎকে মরুভূমি করে তুলেছিল,
যে তার নগরগুলিকে উৎখাত করেছিল
ও তার বন্দিদের স্বগৃহে ফিরে যেতে দেয়নি?”
 
18 জাতিসমূহের সমস্ত রাজা রাজকীয় মহিমায়
নিজের নিজের কবরে শুয়ে আছেন।
19 কিন্তু তুমি প্রত্যাখ্যাত বৃক্ষশাখার মতো
তোমার কবর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছ।
যারা তরোয়ালের দ্বারা বিদ্ধ হয়েছিল,
তুমি সেই নিহতদের শবে ঢাকা পড়েছ,
যাদের পাথরের স্তূপের মধ্যে গর্তে নামিয়ে দেওয়া হয়েছে,
যেভাবে কোনো মৃতদেহকে পদদলিত করা হয়।
20 তাদের মতো তোমাকে কবর দেওয়া হবে না,
কারণ তুমি তোমার দেশ ধ্বংস করেছ
এবং তোমার প্রজাদের হত্যা করেছ।
 
 
দুষ্টদের বংশধরদের কথা
আর কখনও উল্লেখ করা হবে না।
21 তাদের পিতৃপুরুষদের পাপসমূহের জন্য,
তার সন্তানদের হত্যা করার জন্য স্থান প্রস্তুত করো;
দেশের অধিকার ভোগ করার জন্য তারা আর উঠবে না,
নগর পত্তনের দ্বারা তারা আর পৃথিবী আচ্ছন্ন করবে না।
 
22 “আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াব,”
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।
“আমি ব্যাবিলন থেকে তার ও তার বেঁচে থাকা লোকদের নাম,
তার সন্তানসন্ততি ও বংশধরদের নাম মুছে ফেলব,”
সদাপ্রভু এই কথা বলেন।
23 “আমি তাকে প্যাঁচাদের নিবাসস্থান করব,
এবং তা হবে এক জলাভূমির মতো;
আমি বিনাশরূপ ঝাড়ু দিয়ে তাকে ঝাঁট দেব,”
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

24 সর্বশক্তিমান সদাপ্রভু শপথ করে বলেছেন:

“আমি যেমন পরিকল্পনা করেছি, নিশ্চিতরূপে সেইরকমই হবে,
আর আমার অভিপ্রায় যে রকম, তাই স্থির থাকবে।
25 আমি স্বদেশে আসিরীয়দের চূর্ণ করব;
আমার পর্বতগুলির উপরে, আমি তাকে পদদলিত করব।
আমার প্রজাদের উপর থেকে তার জোয়াল সরিয়ে ফেলা হবে,
তাদের কাঁধ থেকে তার বোঝা অপসারিত হবে।”
 
26 সমস্ত জগতের জন্য এই পরিকল্পনা স্থির করা হয়েছে;
এই হাত সব জাতির উপরে প্রসারিত হয়েছে।
27 কারণ সর্বশক্তিমান সদাপ্রভু যে সংকল্প করেছেন, কে তা নাকচ করবে?
তাঁর হাত প্রসারিত হয়েছে, কে তা ফিরাতে পারবে?
ফিলিস্তিনীদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী
28 রাজা আহসের মৃত্যু বছরে এই ভবিষ্যদ্‌বাণী উপস্থিত হয়েছিল:
29 ফিলিস্তিনীরা, যে লাঠি দ্বারা তোমাদের আঘাত করেছিল,
তা ভেঙেছে বলে তোমরা উল্লসিত হোয়ো না;
কারণ সেই মূল-সাপ থেকে এক কালসাপ নির্গত হবে,
জ্বলন্ত উড়ন্ত নাগই হবে তার গর্ভফল।
30 দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে,
আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে।
কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব;
তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।
 
31 ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো!
ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও!
উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে,
তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না।
32 সেই জাতির দূতদের
কী উত্তর দেওয়া হবে?
“সদাপ্রভু সিয়োনকে প্রতিষ্ঠিত করেছেন,
তাঁর ক্লিষ্ট প্রজারা তার মধ্যে আশ্রয়স্থান পাবে।”

<- যিশাইয় 13যিশাইয় 15 ->