Link to home pageLanguagesLink to all Bible versions on this site
13
ব্যাবিলনের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী
1 ব্যাবিলনের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, যা আমোষের পুত্র যিশাইয় এক দর্শনের মাধ্যমে জানতে পান:
2 তোমরা বৃক্ষশূন্য এক গিরিচূড়ায় পতাকা তোলো,
তাদের প্রতি চিৎকার করে বলো;
অভিজাত ব্যক্তিদের তোরণদ্বারগুলি দিয়ে
প্রবেশের জন্য তাদের ইশারা করো।
3 আমি আমার পবিত্রজনেদের আদেশ দিয়েছি;
আমার ক্রোধ চরিতার্থ করার উদ্দেশে
আমি আমার যোদ্ধাদের ডেকে পাঠিয়েছি,
তারা আমার বিজয়ে উল্লাস করবে।
 
4 শোনো, পর্বতগুলির উপরে এক কলরব শোনা যাচ্ছে,
তা যেন এক মহা জনসমারোহের রব!
শোনো, রাজ্যগুলির মধ্যে এক হট্টগোলের শব্দ,
তা যেন বিভিন্ন জাতির একত্র হওয়ার কোলাহল!
সর্বশক্তিমান সদাপ্রভু যুদ্ধের জন্য
এক সৈন্যবাহিনী রচনা করছেন।
5 তারা বহু দূরবর্তী দেশগুলি থেকে আসছে,
আকাশমণ্ডলের প্রান্তসীমা থেকে
সদাপ্রভু ও তাঁর ক্রোধের সব অস্ত্র
সমস্ত দেশকে ধ্বংস করার জন্য আসছে।
 
6 তোমরা বিলাপ করো, কারণ সদাপ্রভুর দিন এসে পড়েছে;
সর্বশক্তিমানের[a] কাছ থেকে ধ্বংসের জন্যই তা আসবে।
7 এই কারণে সবার হাত ঝুলে পড়বে,
প্রত্যেকের হৃদয় গলে যাবে।
8 আতঙ্ক তাদের গ্রাস করবে,
ব্যথা ও মনস্তাপ তাদের কবলিত করবে;
প্রসববেদনাগ্রস্ত নারীর মতো তারা যন্ত্রণায় ছটফট করবে।
অসহায়ের মতো তারা পরস্পরের দিকে তাকাবে,
ভয়ে তাদের মুখ আগুনের শিখার মতো হবে।
 
9 দেখো, সদাপ্রভুর দিন আসছে,
এক নির্মম দিন, তা হবে ক্রোধ ও প্রচণ্ড রোষ সমন্বিত,
যেন দেশ নির্জন পরিত্যক্ত হয়
এবং এর মধ্যেকার পাপীদের ধ্বংস করে।
10 আকাশের তারকারাজি ও তাদের নক্ষত্রপুঞ্জ
আর তাদের দীপ্তি দেবে না।
উদীয়মান সূর্য হবে অন্ধকারময়,
আর চাঁদ তার জ্যোৎস্না দেবে না।
11 আমি মন্দতার জন্য জগৎকে শাস্তি দেব,
দুষ্টদের তাদের পাপের জন্য দেব।
আমি উদ্ধতদের দর্পের অন্ত ঘটাব
এবং অহংকারীদের নিষ্ঠুরতাকে নতনম্র করব।
12 আমি মানুষকে বিশুদ্ধ সোনার চেয়ে,
ওফীরের সোনার চেয়েও দুর্লভ করব।
13 সেই কারণে, আমি আকাশমণ্ডলকে কম্পান্বিত করব;
পৃথিবী তার স্থান থেকে সরে যাবে,
সর্বশক্তিমান সদাপ্রভুর ক্রোধের জন্যই এরকম হবে,
যেদিন তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে।
 
14 শিকারের জন্য তাড়িত গজলা হরিণের মতো,
পালকহীন কোনো মেষের মতো,
প্রত্যেকেই তার আপনজনের কাছে ফিরে যাবে,
সকলেই তাদের স্বদেশে পালিয়ে যাবে।
15 যে বন্দি হয়, তাকে অস্ত্রবিদ্ধ করা হবে;
যারা ধৃত হবে, তারা তরোয়াল দ্বারা পতিত হবে।
16 তাদের চোখের সামনে তাদের শিশুদের আছড়ে মারা হবে;
তাদের গৃহগুলি লুন্ঠিত হবে ও তাদের স্ত্রীরা হবে ধর্ষিত।
 
17 দেখো, আমি তাদের বিরুদ্ধে মাদীয়দের উত্তেজিত করব,
যারা রুপোর পরোয়া করে না,
সোনায় যাদের কোনো আনন্দ নেই।
18 তাদের ধনুর্ধরেরা যুবকদের সংহার করবে;
শিশুদের প্রতি তাদের কোনো করুণা থাকবে না,
ছেলেমেয়েদের প্রতি তারা কোনো সহানুভূতি দেখাবে না।
19 রাজ্যগুলির মণিরত্নস্বরূপ ব্যাবিলন,
ব্যাবিলনীয়দের[b] অহংকারের সেই গৌরব,
ঈশ্বর তা উৎখাত করবেন,
যেমন সদোম ও ঘমোরার প্রতি করেছিলেন।
20 তার মধ্যে আর কোনো জনবসতি হবে না,
বা বংশপরম্পরায় কেউ বসবাস করবে না;
কোনো যাযাবর সেখানে তাঁবু খাটাবে না,
কোনো মেষপালকের পশুপালও সেখানে বিশ্রাম করবে না।
21 কিন্তু মরুপ্রাণীরা সেখানে শুয়ে থাকবে,
শিয়ালেরা তাদের গৃহগুলি পূর্ণ করবে;
সেখানে থাকবে যত প্যাঁচা,
বন্য ছাগলেরা সেখানে লাফিয়ে বেড়াবে।
22 তার দৃঢ় দুর্গগুলিতে হায়েনারা চিৎকার করবে,
শিয়ালেরা ডাকবে তার বিলাসবহুল প্রাসাদগুলি থেকে।
তার সময় শেষ হয়ে এসেছে,
তার দিনগুলি আর বাড়ানো হবে না।