Link to home pageLanguagesLink to all Bible versions on this site
11
যিশয় কুলের শাখা
1 যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে;
তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।
2 সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন,
তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা,
পরামর্শদানের ও পরাক্রমের আত্মা,
জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা
3 আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন।
 
তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না,
কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;
4 কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন,
ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন।
তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন;
তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।
5 ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনী
এবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা।
 
6 নেকড়েবাঘ মেষশাবকের সঙ্গে একত্র থাকবে,
চিতাবাঘ ছাগশাবকের সঙ্গে শুয়ে থাকবে,
বাছুর, সিংহ ও নধর পশু একত্র থাকবে;
একটি ছোটো শিশু তাদের চালিয়ে বেড়াবে।
7 গরু ভালুকের কাছে একসঙ্গে চরে বেড়াবে,
তাদের বাছুরেরা একসঙ্গে শুয়ে থাকবে,
আর সিংহ বলদের মতোই বিচালি খাবে।
8 স্তন্যপায়ী শিশু কেউটে সাপের গর্তের কাছে খেলা করবে,
ছোটো শিশু বিষধর সাপের গর্তে হাত দেবে।
9 সেই সাপেরা আমার পবিত্র পর্বতের কোথাও
কোনো ক্ষতি বা বিনাশ করবে না,
কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন,
পৃথিবী তেমনই সদাপ্রভুর জ্ঞানে পরিপূর্ণ হবে।

10 সেদিন যিশয়ের মূল, জাতিসমূহের পতাকারূপে দাঁড়াবেন; সব জাতি তাঁর প্রতি ধাবিত হবে এবং তাঁর বিশ্রামের স্থান প্রতাপান্বিত হবে। 11 সেদিন প্রভু দ্বিতীয়বার সেই অবশিষ্টাংশকে পুনরুদ্ধার করবেন, অর্থাৎ আসিরিয়া, মিশরের নিম্নাঞ্চল ও উচ্চতর অঞ্চল,[a] ও কূশ[b] থেকে, এলম, ব্যাবিলনিয়া,[c] হমাৎ ও সমুদ্রের দ্বীপগুলি থেকে অবশিষ্ট লোকদের উদ্ধার করবেন।

12 তিনি জাতিসমূহের উদ্দেশে একটি পতাকা তুলে ধরবেন
এবং ইস্রায়েলের নির্বাসিতদের একত্র করবেন;
তিনি পৃথিবীর চার কোণে ছড়িয়ে পড়া
যিহূদার লোকদের সমবেত করবেন।
13 ইফ্রয়িমের ঈর্ষা বিলীন হবে,
আর যিহূদার শত্রুরা[d] উৎখাত হবে;
ইফ্রয়িম যিহূদার প্রতি ঈর্ষা করবে না,
যিহূদাও ইফ্রয়িমের প্রতি হিংস্র হবে না।
14 তারা পশ্চিম প্রান্তে ফিলিস্তিয়ার ঢালে ছোঁ মারবে;
একত্র তারা পূর্বদিকের লোকেদের দ্রব্য লুণ্ঠন করবে।
তারা ইদোম ও মোয়াবের উপরে হস্তক্ষেপ করবে,
আর অম্মোনীয়েরা তাদের বশ্যতাধীন হবে।
15 সদাপ্রভু মিশরীয় সমুদ্রের খাড়িকে
শুকিয়ে ফেলবেন;
উষ্ণ বাতাস প্রবাহিত করে
তিনি ইউফ্রেটিস নদীর উপরে হাত চালাবেন।
তিনি সাতটি শাখায় তা বিভক্ত করবেন,
যেন লোকেরা চটি পায়েই তা পার হতে পারে।
16 আসিরিয়া থেকে যারা অবশিষ্ট থাকবে,
তাঁর প্রজাদের বাকি লোকদের জন্য একটি রাজপথ তৈরি হবে,
যেমন মিশর থেকে বের হয়ে আসার সময়ে
ইস্রায়েলীদের জন্য তৈরি হয়েছিল।

<- যিশাইয় 10যিশাইয় 12 ->