Link to home pageLanguagesLink to all Bible versions on this site
13
ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ
1 ইফ্রয়িম কথা বললে লোকেরা শিহরিত হত;
সে ইস্রায়েলে উন্নীত হয়েছিল।
কিন্তু বায়াল-দেবতার পূজার্চনা করে সে অপরাধী সাব্যস্ত হল ও মৃত্যুবরণ করল।
2 কিন্তু এখন তারা আরও বেশি পাপ করছে;
তাদের রুপো দিয়ে তারা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করে,
যেগুলি কুশলী হাতে নির্মিত সুন্দর সব দেবমূর্তি,
সেগুলি সবই কারিগরদের শিল্পকর্ম।
এসব লোকেদের সম্পর্কে বলা হয়,
“তারা নর বলি দেয়!
এবং বাছুর-প্রতিমাদের চুম্বন করে!”
3 সুতরাং তারা হবে সকালের কুয়াশার মতো,
প্রত্যুষের শিশিরের মতো, যা অন্তর্হিত হয়,
তুষের মতো, যা শস্য মাড়াইয়ের খামার থেকে উড়ে যায়,
ধোঁয়ার মতো, যা জানালা দিয়ে নির্গত হয়।
 
4 “কিন্তু আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর,
যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন।
আমাকে ছাড়া আর কোনো ঈশ্বরকে তোমরা জানো না,
আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।
5 প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে
আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম।
6 আমি তাদের আহার যোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল;
কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল;
তারপর তারা আমাকে ভুলে গেল।
7 তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব,
চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।
8 শাবক কেড়ে নেওয়া ভালুকের মতো,
আমি তাদের আক্রমণ করব এবং তাদের হৃৎপিণ্ড বিদীর্ণ করব।
সিংহের মতো আমি তাদের গ্রাস করব;
বন্যপশু তাদের খণ্ড খণ্ড করবে।
 
9 “ইস্রায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ,
কারণ তুমি আমার, তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ।
10 কোথায় তোমার রাজা, যে তোমাকে রক্ষা করতে পারে?
তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়,
যাদের সম্পর্কে তুমি বলেছিলে,
‘আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও’?
11 তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম,
এবং আমার ভয়ংকর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম।
12 ইফ্রয়িমের অপরাধ সঞ্চিত আছে,
তার পাপসকল নথিবদ্ধ করা হয়েছে।
13 প্রসববেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে,
কিন্তু সে এক নির্বোধ সন্তান;
প্রসবের সময় হয়ে এলেও,
সে গর্ভদ্বারে উপস্থিত হয় না।
 
14 “পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব;
মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব।
ওহে মৃত্যু, তোমার মহামারি সকল কোথায়?
ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়?
 
“সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও।
15 আমি তার প্রতি সহানুভূতিশীল হব না,
সদাপ্রভুর কাছ থেকে আসবে এক পুবালি বাতাস,
মরুপ্রান্তরের মধ্যে তা প্রবাহিত হবে;
তার ঝরনার স্রোতোধারা রুদ্ধ হবে,
এবং তার কুয়োগুলি শুকিয়ে যাবে।
তার ভাণ্ডারগৃহ, তাঁর সমস্ত সম্পদ
লুন্ঠিত হবে।
16 শমরিয়ার লোকেরা তাদের অপরাধ অবশ্য বহন করবে,
কারণ তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে।
তারা তরোয়ালতে পতিত হবে;
তাদের শিশুদের মাটিতে আছড়ে চূর্ণ করা হবে,
তাদের অন্তঃসত্ত্বা নারীদের উদর বিদীর্ণ করা হবে।”

<- হোশেয় 12হোশেয় 14 ->