Link to home pageLanguagesLink to all Bible versions on this site
2
নির্বাসন প্রত্যাগতদের তালিকা
1 ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দি করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এইসব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুশালেম ও যিহূদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল। 2 তারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিস্পর, বিগ্‌বয়, রহূম ও বানার সঙ্গে ফিরে এসেছিল।
 
ইস্রায়েলী পুরুষদের তালিকা:
3 পরোশের বংশধর, 2,172 জন;
4 শফটিয়ের বংশধর, 372 জন;
5 আরহের বংশধর, 775 জন;
6 (যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে) পহৎ-মোয়াবের বংশধর, 2,812 জন;
7 এলমের বংশধর, 1,254 জন;
8 সত্তূরের বংশধর, 945 জন;
9 সক্কয়ের বংশধর, 760 জন;
10 বানির বংশধর, 642 জন;
11 বেবয়ের বংশধর, 623 জন;
12 অস্‌গদের বংশধর, 1,222 জন;
13 অদোনীকামের বংশধর, 666 জন;
14 বিগ্‌বয়ের বংশধর, 2,056 জন;
15 আদীনের বংশধর, 454 জন;
16 (হিষ্কিয়ের বংশজাত) আটেরের বংশধর, 98 জন;
17 বেৎসয়ের বংশধর, 323 জন;
18 যোরাহের বংশধর, 112 জন;
19 হশুমের বংশধর, 223 জন;
20 গিব্বরের বংশধর, 95 জন।
 
21 বেথলেহেমের লোকেরা, 123 জন;
22 নটোফার লোকেরা, 56 জন;
23 অনাথোতের লোকেরা, 128 জন;
24 অস্‌মাবতের লোকেরা, 42 জন;
25 কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা ও বেরোতের লোকেরা, 743 জন;
26 রামার ও গেবার লোকেরা, 621 জন;
27 মিক্‌মসের লোকেরা, 122 জন;
28 বেথেল ও অয়ের লোকেরা, 223 জন;
29 নেবোর লোকেরা, 52 জন;
30 মগ্‌বীশের লোকেরা, 156 জন;
31 অন্য এলমের লোকেরা, 1,254 জন;
32 হারীমের লোকেরা, 320 জন;
33 লোদ, হাদীদ ও ওনোর লোকেরা, 725 জন;
34 যিরীহোর লোকেরা, 345 জন;
35 সনায়ার লোকেরা, 3,630 জন।
 
36 যাজকবর্গ:
(যেশূয়ের বংশের মধ্যে) যিদয়িয়ের বংশধর, 973 জন;
37 ইম্মেরের বংশধর, 1,052 জন;
38 পশ্‌হূরের বংশধর, 1,247 জন;
39 হারীমের বংশধর, 1,017 জন।
 
40 লেবীয়বর্গ:
(হোদবিয়ের বংশজাত) যেশূয় ও কদ্‌মীয়েলের বংশধর, 74 জন।
 
41 গায়কবৃন্দ:
আসফের বংশধর, 128 জন।
 
42 মন্দিরের দ্বাররক্ষীবর্গ:
শল্লুম, আটের, টল্‌মোন,
অক্কূব, হটীটা ও শোবয়ের বংশধর, 139 জন।
 
43 মন্দিরের পরিচারকবৃন্দ:
সীহ, হসূফা, টব্বায়োত,
44 কেরোস, সীয়, পাদোন,
45 লবানা, হগাব, অক্কূব,
46 হাগব, শল্‌ময়, হানন,
47 গিদ্দেল, গহর, রায়া,
48 রৎসীন, নকোদ, গসম,
49 ঊষ, পাসেহ, বেষয়,
50 অস্না, মিয়ূনীম, নফূষীম,
51 বক্‌বূক, হকূফা, হর্হূর,
52 বসলূত, মহীদা, হর্শা,
53 বর্কোস, সীষরা, তেমহ,
54 নৎসীহ ও হটীফার
বংশধর।
55 শলোমনের দাসদের বংশধর:
সোটয়, হস্‌সোফেরত, পরূদা,
56 যালা, দর্কোন, গিদ্দেল,
57 শফটিয়, হটীল,
পোখেরৎ-হৎসবায়ীম ও আমীর
বংশধর।
58 মন্দিরের দাসেরা এবং শলোমনের দাসদের বংশধর 392 জন।
 
59 তেল্-মেলহ, তেল্-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইস্রায়েলী লোক কি না, এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না:
60 দলায়, টোবিয় ও নকোদের বংশধর, 652 জন।
 
61 আর যাজকদের মধ্যে:
হবায়ের, হক্কোষের ও বর্সিল্লয়ের বংশধর (এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক মেয়েকে বিয়ে করেছিল এবং তাকে সেই নামেই ডাকা হত)।
62 বংশতালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল, কিন্তু পায়নি এবং সেই কারণে তারা অশুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। 63 শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
 
64 সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন। 65 এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল। 66 তাদের 736-টি ঘোড়া, 245-টি খচ্চর, 67 435-টি উট এবং 6,720-টি গাধা ছিল।
 
68 যখন তারা জেরুশালেমে সদাপ্রভুর গৃহে এসে উপস্থিত হল, তখন পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট স্থানে মন্দির পুনর্নির্মাণের কাজে তাদের স্বেচ্ছাদান নিবেদন করলেন। 69 তাদের ক্ষমতানুযায়ী কাজের জন্য সৃষ্ট ভাণ্ডারে তারা দান দিলেন। তাদের স্বেচ্ছাদানের পরিমাণ ছিল 61,000 অদর্কোন*অথবা, প্রায় 500 কিলোগ্রাম সোনা, 5,000 মানিঅর্থাৎ, প্রায় 3 টন, বা 2.8 মেট্রিক টন রুপো, এবং 100-টি যাজকীয় পরিধেয় বস্ত্র।

70 যাজকেরা, লেবীয়েরা, গায়কেরা, দ্বাররক্ষীরা এবং মন্দিরের দাসেরা অন্যান্য কিছু লোকের, এবং অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল।

<- ইষ্রা 1ইষ্রা 3 ->