Link to home pageLanguagesLink to all Bible versions on this site
27
সোরের জন্য শোকপ্রকাশ
1 সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল, 2 “হে মানবসন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ করো। 3 সোরকে বলো, সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, অনেক উপকূলে জাতিগণের বণিক, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,
“ ‘হে সোর, তুমি বলো,
“আমি সৌন্দর্যে নিখুঁত।”
4 সমুদ্রের মধ্যে তোমার রাজ্য;
তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।
5 তারা সনীর থেকে দেবদারু গাছ দিয়ে
তোমার সমস্ত তক্তা তৈরি করেছে;
লেবাননের সিডার গাছ নিয়ে
তোমার জন্য মাস্তুল তৈরি করেছে।
6 বাশন দেশের ওক কাঠ দিয়ে
তোমার দাঁড়গুলি তৈরি করেছে;
সাইপ্রাসের উপকূল থেকে চিরহরিৎ গাছের কাঠ এনে
তারা তোমার পাটাতন বানিয়ে হাতির দাঁত দিয়ে সাজিয়েছে।
7 মিশরের সুন্দর নকশা তোলা মসিনার কাপড় দিয়ে তোমার পাল তৈরি করা হয়েছিল
এবং সেটি তোমার পতাকা হিসেবে ব্যবহার হত;
ইলীশা থেকে আনা
নীল আর বেগুনি কাপড় ছিল তোমার চাঁদোয়া।
8 সীদোন ও অর্বদের লোকেরা তোমার দাঁড় বাইত;
হে সোর, দক্ষ লোকেরা তোমার নাবিক ছিল।
9 গবালের প্রাচীনেরা দক্ষ লোক হিসেবে
তোমার মধ্যে মেরামতের কাজ করত।
সমুদ্রের সব জাহাজ ও তাদের নাবিকেরা তোমার
জিনিসপত্র দেওয়া-নেওয়া করার জন্য তোমার পাশে ভিড়ত।
 
10 “ ‘পারস্য, লূদ ও পূট দেশের লোকেরা
তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত।
তারা তাদের ঢাল ও মাথা রক্ষার টুপি তোমার দেয়ালে টাঙিয়ে
তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।
11 অর্বদ ও হেলেকের লোকেরা
তোমার চারপাশের প্রাচীরের উপর পাহারা দিত;
গাম্মাদের লোকেরা
তোমার উঁচু দুর্গ চৌকি দিত।
তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাঙিয়ে রাখত;
তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।

12 “ ‘তোমার প্রচুর ধনসম্পদের জন্য তর্শীশ তোমার সঙ্গে ব্যবসা করত; রুপো, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।

13 “ ‘গ্রীস, তূবল ও মেশক তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসপত্রের বদলে দিত দাস-দাসী ও ব্রোঞ্জের পাত্র।

14 “ ‘তোমার জিনিসপত্রের বদলে বৈৎ-তোগর্মের লোকেরা দিত ঘোড়া, যুদ্ধের ঘোড়া ও খচ্চর।

15 “ ‘দদানের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা করত, এবং উপকূলের অনেকেই তোমার ক্রেতা ছিল; তারা হাতির দাঁত ও আবলুস কাঠ দিয়ে তোমার দাম মিটাত।

16 “ ‘তোমার তৈরি অনেক জিনিসের জন্য অরাম তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত ফিরোজা মণি, বেগুনি কাপড়, নকশা তোলা কাপড়, মসিনা কাপড়, প্রবাল ও পদ্মরাগমণি।

17 “ ‘যিহূদা ও ইস্রায়েল তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসের বদলে মিন্নীতের গম, খাবার জিনিস, মধু, তেল ও সুগন্ধি মলম দিত।

18 “ ‘তোমার তৈরি অনেক জিনিস ও প্রচুর ধনসম্পদের জন্য দামাস্কাস তোমার বণিক ছিল, তারা হিলবোনের দ্রাক্ষারস এবং জাহার থেকে পশম এনে ব্যবসা করত 19 এবং বদান ও যবন উষল থেকে লোকেরা এসে তোমার জিনিসপত্রের বদলে নিয়ে যেত পিটানো লোহা, নীরসে ধরনের দারুচিনি ও বচ।

20 “ ‘দদান তোমার সঙ্গে ঘোড়ার পিঠের গদির কাপড়ের ব্যবসা করত।

21 “ ‘আরব ও কেদরের শাসনকর্তারা ছিল তোমার ক্রেতা; তারা তোমার জিনিসের বদলে মেষের বাচ্চা, মেষ ও ছাগল দিত।

22 “ ‘শিবা ও রয়মার ব্যবসায়ীরা তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভালো ভালো মশলা, দামি পাথর ও সোনা।

23 “ ‘হারণ, কন্নী, এদন ও শিবার ব্যবসায়ীরা এবং আসিরিয়া ও কিলমদ তোমার সঙ্গে ব্যবসা করত। 24 তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নকশা তোলা কাপড় এবং বিভিন্ন রংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।

25 “ ‘তর্শীশের জাহাজগুলি
তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত।
সমুদ্রের মাঝখানে ভারী জিনিসপত্র
নিয়ে তুমি পূর্ণ ছিলে।
26 যারা দাঁড় বাইত তারা তোমাকে
দূর সমুদ্রে নিয়ে যাবে।
কিন্তু সমুদ্রের মাঝখানে
পূবের বাতাসে তোমাকে টুকরো টুকরো করে দেবে।
27 তোমার ধনসম্পদ, ব্যবসার জিনিস ও অন্যান্য জিনিস,
তোমার নাবিকেরা, মেরামতকারীরা,
তোমার ব্যবসায়ীরা ও তোমার সব সৈন্যেরা
এবং তোমার জাহাজে থাকা অন্য সকলে
সমুদ্রের মাঝখানে ডুবে যাবে
যেদিন তোমার জাহাজডুবি হবে।
28 তোমার নাবিকদের চিৎকারে
সমুদ্রের পাড়ের জায়গাগুলি কেঁপে উঠবে।
29 যারা দাঁড় টানে তারা সবাই
তাদের জাহাজ ছেড়ে চলে যাবে;
নাবিকেরা সকলে সমুদ্রের
পাড়ে দাঁড়িয়ে থাকবে।
30 তারা তোমার জন্য চিৎকার করে
খুব কান্নাকাটি করবে;
তারা তাদের মাথায় ধুলা দেবে
ও ছাইয়ের মধ্যে গড়াগড়ি দেবে।
31 তোমার জন্য তারা তাদের মাথা কামিয়ে ফেলবে
এবং ছালার চট পরবে।
তারা মনের দুঃখে তোমার জন্য
বিলাপ করে করে কাঁদবে।
32 তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে
ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে
“সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি
চুপ করিয়ে দেওয়া হয়েছে?”
33 তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন
তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে;
তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে
তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।
34 তুমি এখন সমুদ্রের আঘাতে
গভীর জলের মধ্যে চুরমার হয়েছ;
তোমার জিনিসপত্র ও তোমার সব লোক
তোমার সঙ্গে ডুবে গেছে।
35 যারা উপকূলে বাস করে
তারা তোমার অবস্থা দেখে হতভম্ব;
তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে
এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে।
36 জাতিগণের মধ্যের ব্যবসায়ীরা তোমাকে দেখে টিটকারি দেয়;
তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ
আর তুমি থাকবে না।’ ”

<- যিহিষ্কেল 26যিহিষ্কেল 28 ->