Link to home pageLanguagesLink to all Bible versions on this site
19
ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য বিলাপ
1 “তুমি ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য বিলাপ 2 করে বলো,
“ ‘সিংহদের মধ্যে
তোমার মা ছিল সেরা সিংহী!
সে যুবসিংহদের মধ্যে শুয়ে থাকত;
তার শাবকদের সে লালনপালন করত।
3 তার একটি শাবক বড়ো হয়ে
শক্তিশালী সিংহ হয়ে উঠল।
সে পশু শিকার করতে শিখল
আর মানুষ খেতে লাগল।
4 জাতিরা তার বিষয় শুনতে পেল,
আর সে তাদের গর্তে ধরা পড়ল।
তারা তার নাকে বড়শি পরিয়ে
মিশর দেশে নিয়ে গেল।
 
5 “ ‘যখন সে দেখল তার আশা পূর্ণ হল না,
তার প্রত্যাশা চলে গেছে,
সে আর তার একটি শাবক নিয়ে তাকে
শক্তিশালী সিংহ করে তুলল।
6 সেই শাবক সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে
কারণ সে একটি শক্তিশালী সিংহ হয়ে উঠেছিল।
সে পশু শিকার করতে শিখল
আর মানুষ খেতে লাগল।
7 সে তাদের দুর্গগুলি ভাঙল
আর নগর সব ধ্বংস করে ফেলল।
সেই দেশ ও সেখানে যারা বাস করত
তারা তার গর্জনে ভয় পেল।
8 তখন তার চারপাশের জাতিরা
তার বিরুদ্ধে দাড়াল।
তার উপরে তাদের জাল পাতল,
আর সে তাদের গর্তে ধরা পড়ল।
9 তাকে বড়শি পরিয়ে খাঁচায় পুরল
আর তাকে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে গেল।
তাকে কারাগারে রাখল
যেন তার গর্জন আর শোনা না যায়
ইস্রায়েলের কোনও পাহাড়ে।
 
10 “ ‘তোমার দ্রাক্ষাক্ষেত্রে তোমার মা জলের ধারে লাগানো
একটি দ্রাক্ষালতার মতো ছিল,
প্রচুর জল পাবার দরুন
তা ছিল ফল ও ডালপালায় ভরা।
11 তার ডালগুলি ছিল শক্ত
শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।
সে খুব উঁচু
এবং ডালপালায় ভরা
সেইজন্য তাকে সুস্পষ্টভাবে দেখা যায়
তার বহু শাখার জন্য।
12 কিন্তু ক্রোধের প্রকোপে সেটিকে নির্মূল করে
মাটিতে ফেলা হল।
পূবের বাতাসে সেটি কুঁকড়ে গেল,
তার ফল পড়ে গেল;
তার শক্ত ডালগুলি শুকিয়ে গেল
এবং আগুন সেগুলিকে গ্রাস করল।
13 এখন সেটি কে মরুভূমিতে,
শুকনো, জলহীন দেশে লাগানো হয়েছে।
14 তার একটি ডাল থেকে আগুন ছড়িয়ে পড়ল
এবং তার ফল আগুন গ্রাস করল।
শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত
কোনও শক্ত ডাল আর রইল না।’
এটি একটি বিলাপ এবং এটি বিলাপ হিসেবে ব্যবহার করা হবে।”

<- যিহিষ্কেল 18যিহিষ্কেল 20 ->