Link to home pageLanguagesLink to all Bible versions on this site

1 সূর্যের নিচে আমি আরও একটি মন্দতা দেখলাম, আর তা মানুষের জন্য বড়ো কষ্টের 2 ঈশ্বর কিছু মানুষকে এত ধন, সম্পত্তি ও সম্মান দান করেন যে, তাদের হৃদয়ে আর কোনো বাসনা থাকে না, কিন্তু ঈশ্বর তাদের তা ভোগ করবার ক্ষমতা দেন না, অপরিচিতেরা তা ভোগ করে। এটি অসার, এক ভীষণ মন্দতা।

3 কোনো লোকের একশো জন ছেলেমেয়ে থাকতে পারে; তবুও যতদিন সে বাঁচে, সে যদি তার সমৃদ্ধি উপভোগ করতে না পারে এবং উপযুক্তভাবে কবর না হয়, তবে আমি বলি তার চেয়ে মৃত সন্তানের জন্ম হওয়া অনেক ভালো। 4 তার আসা অর্থহীন, সে অন্ধকারে বিদায় নেয়, আর অন্ধকারেই তার নাম ঢাকা পড়ে যায়। 5 যদিও সে কখনও সূর্য দেখেনি কিংবা কিছু জানেনি, তবুও সেই লোকের চেয়ে সে অনেক বিশ্রাম পায়— 6 সেই লোক যদিও বা দুই হাজার বছরের বেশি বাঁচে কিন্তু তার সমৃদ্ধি উপভোগ করতে পারে না। সবাই কি একই জায়গায় যায় না?

7 প্রত্যেকের পরিশ্রম তার মুখের জন্য,
তবুও তাদের আকাঙ্ক্ষা তৃপ্ত হয় না।
8 বোকার চেয়ে জ্ঞানীর সুবিধা কী?
অন্যদের সামনে কীভাবে চলতে হবে তা জানলে
একজন গরিবের কী লাভ হয়?
9 আরও পাবার ইচ্ছার চেয়ে বরং
চোখ যা দেখতে পায় তাতে সন্তুষ্ট থাকা ভালো।
এটাও অসার,
কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
 
10 যা কিছু আছে তার নামকরণ আগেই হয়ে গেছে,
আর মানুষ যে কী, তাও জানা গেছে;
নিজের চেয়ে যে শক্তিশালী
তাঁর সঙ্গে কেউ তর্কাতর্কি করতে পারে না।
11 যত বেশি কথা বলা হয়,
ততই অসারতা বাড়ে,
আর তাতে মানুষের কী লাভ হয়?

12 সেই অল্প ও অর্থহীন দিনগুলি ছায়ার মতো কাটাবার সময় মানুষের জীবনকালে তার জন্য কী ভালো তা কে জানে? সেগুলি চলে গেলে সূর্যের নিচে কী ঘটবে তা কে তাদের বলতে পারবে?

<- উপদেশক 5উপদেশক 7 ->