Link to home pageLanguagesLink to all Bible versions on this site
4
নিপীড়ন, পরিশ্রম, বন্ধুহীনতা
1 পরে আমি তাকালাম আর দেখলাম সূর্যের নিচে যেসব অত্যাচার হয়
আমি নিপীড়িতদের চোখের জল দেখলাম—
আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই;
সমস্ত ক্ষমতা তাদের নিপীড়নকারীদের পক্ষে—
আর তাদের কোনো সান্ত্বনাকারী নেই।
2 এবং আমি ঘোষণা করলাম যে মৃতেরা,
যারা আগেই মারা গেছে,
তারা জীবিতদের থেকে আনন্দে আছে,
যারা এখনও জীবিত।
3 কিন্তু উভয়ের চেয়েও ভালো হল
যার এখনও জন্ম হয়নি,
যে কখনও মন্দ দেখেনি
যা কিছু সূর্যের নিচে করা হয়।

4 আর আমি দেখলাম একজনের প্রতি হিংসার দরুনই মানুষ সব পরিশ্রম করে এবং সফলতা লাভ করে। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

5 বোকারা হাত গুটিয়ে রাখে
এবং নিজেদের ধ্বংস করে।
6 দুই মুঠো পরিশ্রম পাওয়া
এবং কেবল বাতাসের পিছনে দৌড়ানোর চেয়ে
এক হাত শান্তি পাওয়া ভালো।

7 আবার আমি সূর্যের নিচে অসারতা দেখতে পেলাম

8 কোনো একজন লোক একেবারে একা;
তার ছেলেও নেই কিংবা ভাইও নেই,
তার পরিশ্রমের শেষ নেই,
তবুও তার ধনসম্পদে তার চোখ তৃপ্ত নয়।
সে জিজ্ঞাসা করল, “আমি কার জন্য পরিশ্রম করছি,
আর আমি কেন নিজেকে আনন্দ থেকে বঞ্চিত করছি?”
এটাও অসার—
ভারী কষ্টজনক!
 
9 একজনের চেয়ে দুজন ভালো,
কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়
10 যদি একজন পড়ে যায়,
তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।
কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়
আর কেউ তাকে উঠাবার জন্য নেই।
11 আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।
কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?
12 যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,
দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।
তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।
শ্রীবৃদ্ধি অসার
13 একজন বুড়ো বোকা রাজা, যিনি আর পরামর্শ গ্রহণ করতে চান না তাঁর চেয়ে গরিব অথচ বুদ্ধিমান যুবক ভালো। 14 সেই যুবক হয়তো কারাগার থেকে এসে রাজা হয়েছে, কিংবা সে হয়তো সেই রাজ্যে অভাবের মধ্যে জন্মেছে। 15 আমি দেখলাম যারা সূর্যের নিচে বসবাস করত ও চলাফেরা করত তারা সেই যুবককে অনুসরণ করল, সেই রাজার উত্তরাধিকারী। 16 সেই লোকদের কোনো সীমা ছিল না যারা তাদের আগে ছিল। কিন্তু যারা পরে এসেছিল তারা সেই উত্তরাধিকারীর উপরে সন্তুষ্ট হল না। এটাও অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।

<- উপদেশক 3উপদেশক 5 ->