Link to home pageLanguagesLink to all Bible versions on this site

উপদেশক

1
সবকিছুই অসার
1 উপদেশকের কথা; তিনি দাউদের ছেলে, জেরুশালেমের রাজা:
2 উপদেশক বলেন,
“অসার! অসার!
অসারের অসার!
সকলই অসার।”
 
3 সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে
সেইসব পরিশ্রমে তার কী লাভ?
4 এক পুরুষ চলে যায় এবং আর এক পুরুষ আসে,
কিন্তু পৃথিবী চিরকাল থাকে।
5 সূর্য ওঠে এবং সূর্য অস্ত যায়,
আর তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে যায়।
6 বাতাস দক্ষিণ দিকে বয়
তারপর ঘুরে যায় উত্তরে;
এইভাবে সেটা ঘুরতে থাকে,
আর নিজের পথে ফিরে আসে।
7 সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে,
তবুও সাগর কখনও পূর্ণ হয় না।
যেখান থেকে সব নদী বের হয়ে আসে,
আবার সেখানেই তার জল ফিরে যায়।
8 সবকিছুই ক্লান্তিকর,
এত যে বলা যায় না।
যথেষ্ট দেখে চোখ তৃপ্ত হয় না,
কিংবা কান শুনে তৃপ্ত হয় না।
9 যা হয়ে গেছে তা আবার হবে,
যা করা হয়েছে তা আবার করা হবে,
সূর্যের নিচে নতুন কিছুই নেই।
10 এমন কিছু কি আছে যার বিষয়ে লোকে বলবে,
“দেখো! এটি নতুন”?
ওটি অনেক দিন আগে থেকেই ছিল;
আমাদের কালের আগেই ছিল।
11 আগেকার কালের লোকদের বিষয় কেউ মনে রাখে না,
যারা ভবিষ্যতে আসবে তাদের কথাও
মনে রাখবে না
যারা তাদের পরে আসবে।
জ্ঞান অসার
12 আমি, উপদেশক, জেরুশালেমে ইস্রায়েলের উপরে রাজা ছিলাম। 13 আকাশের নিচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করতে মনোযোগ করলাম। ঈশ্বর মানুষের উপরে কী ভারী কষ্ট চাপিয়ে দিয়েছেন! 14 সূর্যের নিচে যা কিছু হয় তা সবই আমি দেখেছি; সে সকলই অসার, কেবল বাতাসের পিছনে দৌড়ানো।
15 যা বাঁকা তা সোজা করা যায় না;
যা অসম্পূর্ণ তা গণনা করা যায় না।

16 আমি মনে মনে বললাম, “দেখো, আমার আগে যারা জেরুশালেমে রাজত্ব করে গেছেন তাদের সকলের চেয়ে আমি প্রজ্ঞায় অনেক বৃদ্ধিলাভ করেছি; আমার অনেক প্রজ্ঞা ও বিদ্যা অভিজ্ঞতা লাভ হয়েছে।” 17 তারপর আমি প্রজ্ঞা এবং উন্মত্ততা ও মূর্খতা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে তাও বাতাসের পিছনে দৌড়ানো।

18 কারণ প্রজ্ঞা বাড়লে তার সঙ্গে দুঃখও বৃদ্ধি পায়;
যত বেশি বিদ্যা, তত বেশি বিষাদ।

উপদেশক 2 ->