Link to home pageLanguagesLink to all Bible versions on this site

আমোষ

1 আমোষের বাণী। তিনি ছিলেন তকোয়ের একজন মেষপালক[a]। তিনি যিহূদার রাজা উষিয়ের সময়ে ও যিহোয়াশের[b] পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালে, ভূমিকম্পের দুই বছর আগে ইস্রায়েল সম্পর্কে এই দর্শন পান।

 
 
2 তিনি বললেন,
“সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন,
তিনি জেরুশালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি;
মেষপালকদের চারণভূমিগুলি শুকিয়ে যাচ্ছে,
কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে।”
ইস্রায়েলের প্রতিবেশী রাজ্যগুলির বিচার
3 সদাপ্রভু এই কথা বলেন:
“দামাস্কাসের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
কারণ সে লোহার দাঁতযুক্ত শস্য মাড়াই কল দিয়ে
গিলিয়দকে চূর্ণ করেছে।
4 আমি হসায়েল কুলের উপরে আগুন পাঠাব,
তা বিন্‌হদদের দুর্গগুলি গ্রাস করবে।
5 আমি দামাস্কাসের তোরণদ্বার ভেঙে ফেলব;
আমি আবন-উপত্যকায়[c] স্থিত রাজাকে ধ্বংস করব
এবং তাকেও করব, যে বেথ-এদনে রাজদণ্ড ধারণ করে।
অরাম দেশের লোকেরা কীরে নির্বাসিত হবে,”
সদাপ্রভু বলেন।

6 সদাপ্রভু এই কথা বলেন:

“গাজার তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
কারণ সে সমস্ত সমাজকে বন্দি করে
ইদোমের কাছে তাদের বিক্রি করেছিল।
7 আমি গাজার প্রাচীরগুলির উপরে আগুন পাঠাব,
তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।
8 আমি অস্‌দোদের রাজাকে ধ্বংস করব,
অস্কিলোনের রাজদণ্ডধারীকেও করব।
আমি ইক্রোণের বিপক্ষে আমার হাত প্রসারিত করব,
যতক্ষণ না শেষতম ফিলিস্তিনীর মৃত্যু হয়,”
সার্বভৌম সদাপ্রভু বলেন।

9 সদাপ্রভু এই কথা বলেন:

“সোরের তিনটি পাপের জন্য,
এমনকি চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে ভ্রাতৃত্বের চুক্তি অগ্রাহ্য করে
বন্দিদের সবাইকে ইদোমের কাছে বিক্রি করেছিল,
10 তাই আমি সোরের প্রাচীরগুলিতে আগুন পাঠাব,
তা তার দুর্গগুলিকে গ্রাস করবে।”

11 সদাপ্রভু এই কথা বলেন:

“ইদোমের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে তরোয়াল নিয়ে তার ভাইকে তাড়া করেছিল
এবং দেশের মহিলাদের হত্যা করেছিল,
কারণ তার ক্রোধ অবিরাম বৃদ্ধি পেয়েছিল,
তার কোপ অবারিতভাবে জ্বলে উঠেছিল।
12 আমি তৈমনের উপরে আগুন পাঠাব,
তা বস্রার সমস্ত দুর্গকে গ্রাস করবে।”

13 সদাপ্রভু এই কথা বলেন:

“অম্মোনের তিনটি পাপের জন্য,
এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।
যেহেতু সে গিলিয়দের গর্ভবতী নারীদের উদর বিদীর্ণ করেছিল,
যেন সে নিজের সীমানা বৃদ্ধি করতে পারে,
14 তাই আমি রব্বার প্রাচীরগুলিতে আগুন পাঠাব,
তা তার সমস্ত দুর্গকে গ্রাস করবে
যুদ্ধের দিনে রণনাদের কালে,
ঝড়ের সময়ে প্রবল ঘূর্ণিবায়ুর কালে,
15 তার রাজা নির্বাসিত হবে,
একইসঙ্গে নির্বাসিত হবে তার কর্মকর্তারাও,”
সদাপ্রভু বলেন।

আমোষ 2 ->