Link to home pageLanguagesLink to all Bible versions on this site
7
ইষাখর
1 ইষাখরের ছেলেরা:
তোলয়, পূয়, যাশূব ও শিম্রোণ—মোট চারজন।
2 তোলয়ের ছেলেরা:
উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিবসম ও শমূয়েল—তাদের পরিবারের কর্তা। দাউদের রাজত্বকালে, তোলয়ের যেসব বংশধর তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা 22,600 জন।
3 উষির ছেলে:
যিষ্রাহিয়।
যিষ্রাহিয়ের ছেলেরা:
মীখায়েল, ওবদিয়, যোয়েল ও যিশিয়। এই পাঁচজনই প্রধান ছিলেন। 4 তাদের পারিবারিক বংশতালিকানুসারে, তাদের কাছে 36,000 জন লোক যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, কারণ তাদের অনেকগুলি স্ত্রী ও সন্তানসন্ততি ছিল।
5 ইষাখরের সব বংশোদ্ভুক্ত যেসব আত্মীয়স্বজন তাদের বংশতালিকানুসারে যোদ্ধারূপে নথিভুক্ত হল, তাদের সংখ্যা মোট 87,000 জন।
বিন্যামীন
6 বিন্যামীনের ছেলেরা তিনজন:
বেলা, বেখর ও যিদীয়েল।
7 বেলার ছেলেরা:
ইষবোণ, উষি, উষীয়েল, যিরেমৎ ও ঈরী। এরা পরিবারগুলির কর্তা—মোট পাঁচজন। তাদের বংশতালিকায় 22,034 জন যোদ্ধা নথিভুক্ত হল।
8 বেখরের ছেলেরা:
সমীরা, যোয়াশ, ইলীয়েষর, ইলীয়ৈনয়, অম্রি, যিরেমোৎ, অবিয়, অনাথোৎ ও আলেমৎ। এরা সবাই বেখরের ছেলে। 9 তাদের বংশতালিকায় 20,200 জন যোদ্ধা নথিভুক্ত হল।
10 যিদীয়েলের ছেলে:
বিলহন।
বিলহনের ছেলেরা:
যিয়ূশ, বিন্যামীন, এহূদ, কানান্না, সেথন, তর্শীশ ও অহীশহর। 11 যিদীয়েলের এইসব ছেলে পরিবারের কর্তা ছিলেন। 17,200 জন যোদ্ধা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ছিল।
12 শুপ্পিমীয় ও হুপ্পিমীয়রা ঈরের বংশধর, এবং হূশীয়রা*অথবা, দানের ছেলে: হূশীম (আদি পুস্তক 46:23 পদ দেখুন); কিছু অনুলিপিতে দানের ছেলে অনুপস্থিত অহেরের বংশধর।
নপ্তালি
13 নপ্তালির ছেলেরা:
যহসিয়েল, গূনি, যেৎসর ও শিল্লেমঅথবা, শল্লুম (আদি পুস্তক 46:24 ও গণনা পুস্তক 26:49 পদ দেখুন)—এরা বিলহার বংশধর।
মনঃশি
14 মনঃশির বংশধরেরা:
তাঁর অরামীয় উপপত্নীর মাধ্যমে উৎপন্ন বংশধর অস্রীয়েল। সেই উপপত্নী গিলিয়দের বাবা মাখীরকেও গর্ভে ধারণ করল। 15 মাখীর হুপ্পিমীয় ও শুপ্পিমীয়দের মধ্যে থেকেই একজনকে স্ত্রী করে নিয়েছিলেন। তাঁর বোনের নাম মাখা। অন্য একজন বংশধরের নাম সলফাদ, যাঁর শুধু মেয়েই ছিল। 16 মাখীরের স্ত্রী মাখা এক ছেলের জন্ম দিলেন ও তাঁর নাম রেখেছিলেন পেরশ। তাঁর ভাইয়ের নাম রাখা হল শেরশ, এবং তাঁর ছেলেদের নাম ঊলম ও রেকম।
17 ঊলমের ছেলে:
বদান।
মনঃশির ছেলে মাখীর, তার ছেলে গিলিয়দ, এরা তার ছেলে।
18 তাঁর বোন হম্মোলেকত ঈশ্‌হোদ, অবীয়েষর ও মহলাকে জন্ম দিলেন।
19 শমীদার ছেলেরা:
অহিয়ন, শেখম, লিকহি ও অনীয়াম।
ইফ্রয়িম
20 ইফ্রয়িমের বংশধরেরা:
শূথেলহ, তাঁর ছেলে বেরদ,
তাঁর ছেলে তহৎ, তাঁর ছেলে ইলিয়াদা,
তাঁর ছেলে তহৎ, 21 তাঁর ছেলে সাবদ
এবং তাঁর ছেলে শূথেলহ।
(জন্মসূত্রে যারা গাত দেশীয় লোক ছিল, তাদের গবাদি পশুপাল দখল করতে গিয়ে এৎসর ও ইলিয়াদা তাদের হাতেই নিহত হলেন। 22 তাদের বাবা ইফ্রয়িম অনেক দিন ধরে তাদের জন্য শোক করলেন, এবং তাঁর আত্মীয়স্বজন তাঁকে সান্তনা দিতে এসেছিল। 23 পরে আরেকবার তিনি তাঁর স্ত্রীর সাথে সহবাস করলেন: ও তাঁর স্ত্রী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দিলেন। ইফ্রয়িম তাঁর নাম রেখেছিলেন বরিয়,বরীয় শব্দের অর্থ অমঙ্গল কারণ তাঁর পরিবারে অমঙ্গল নেমে এসেছিল। 24 তাঁর মেয়ের নাম শীরা, যিনি নিম্নতর ও উচ্চতর বেথ-হোরোণ তথা উষেণ-শীরা গেঁথে তুলেছিলেন)
25 তাঁর ছেলে ছিলেন রেফহ, তাঁর ছেলে রেশফ,§কিছু প্রাচীন অনুলিপিতে তাঁর ছেলে কথাটি অনুপস্থিত
তাঁর ছেলে তেলহ, তাঁর ছেলে তহন,
26 তাঁর ছেলে লাদন, তাঁর ছেলে অম্মীহূদ,
তাঁর ছেলে ইলীশামা, 27 তাঁর ছেলে নূন
এবং তাঁর ছেলে যিহোশূয়।
28 তাদের জমি ও উপনিবেশে বেথেল ও তার চারপাশের গ্রামগুলি যুক্ত ছিল, পূর্বদিকে ছিল নারণ, পশ্চিমদিকে ছিল গেষর ও তার কাছাকাছি থাকা গ্রামগুলি, এবং শিখিম ও সেখানকার গ্রামগুলি থেকে শুরু করে সুদূর অয়া ও সেখানকার গ্রামগুলি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের জমিজায়গা। 29 মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত।
আশের
30 আশেরের ছেলেরা:
যিম্ন, যিশ্‌বা, যিশ্‌বী ও বরিয়। সেরহ ছিলেন তাদের বোন।
31 বরিয়ের ছেলেরা:
হেবর ও মল্কীয়েল, যিনি বির্ষোতের বাবা।
32 হেবর যফলেট, শোমের ও হোথমের এবং তাদের বোন শূয়ার বাবা।
33 যফলেটের ছেলেরা:
পাসক, বিমহল ও অশ্বৎ।
এরাই যফলেটের ছেলেসন্তান।
34 শেমরের ছেলেরা:
অহি, রোগহ,*অথবা, তাঁর ভাই শোমেরের ছেলে: রোগহ যিহুব্ব ও অরাম।
35 তাঁর ভাই হেলমের ছেলেরা:
শোফহ, যিম্ন, শেলশ ও আমল।
36 শোফহের ছেলেরা:
সূহ, হর্ণেফর, শূয়াল, বেরী, যিম্র, 37 বেৎসর, হোদ, শম্ম, শিলশ, যিত্রণখুব সম্ভবত, যেথরের আর এক নাম ও বেরা।
38 যেথরের ছেলেরা:
যিফুন্নি, পিস্প ও অরা।
39 উল্লের ছেলেরা:
আরহ, হন্নীয়েল ও রিৎসিয়।
40 এরা সবাই আশেরের বংশধর—পরিবারের কর্তা, বাছাই করা লোকজন, সাহসী যোদ্ধা ও অসামান্য নেতা। তাদের বংশতালিকায় যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত 26,000 জন যোদ্ধা নথিভুক্ত হল।

<- 1 বংশাবলি 61 বংশাবলি 8 ->