Link to home pageLanguagesLink to all Bible versions on this site
3
দাউদের ছেলেরা
1 দাউদের এই ছেলেদের জন্ম হিব্রোণে হল:
 
বড়ো ছেলে অম্নোন, যিনি যিষ্রিয়েলীয়া অহীনোয়মের ছেলে;
দ্বিতীয়জন, কর্মিলীয়া অবীগলের ছেলে দানিয়েল;
2 তৃতীয়জন, গশূরের রাজা তলময়ের মেয়ে মাখার ছেলে অবশালোম;
চতুর্থজন, হগীতের ছেলে আদোনিয়;
3 পঞ্চমজন, অবীটলের ছেলে শফটিয়;
এবং ষষ্ঠজন, তাঁর স্ত্রী ইগ্লার গর্ভজাত যিত্রিয়ম।
 
4 দাউদের এই ছয় ছেলে সেই হিব্রোণে জন্মেছিলেন, যেখানে তিনি ছয় বছর সাত মাস রাজত্ব করলেন।
 
 
দাউদ জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করলেন, 5 এবং সেখানে তাঁর এই সন্তানদের জন্ম হল:
 
শম্ম,[a] শোবব, নাথন ও শলোমন। এই চারজন অম্মীয়েলের মেয়ে বৎশেবার[b] গর্ভজাত।
6 এছাড়াও যিভর, ইলীশূয়,[c] ইলীফেলট, 7 নোগহ, নেফগ, যাফিয়, 8 ইলীশামা, ইলিয়াদা ও ইলীফেলট—মোট এই নয়জনও ছিলেন।
 
9 এরা সবাই ছিলেন দাউদের ছেলে, পাশাপাশি তাঁর উপপত্নীদেরও কয়েকটি ছেলে ছিল। তামর ছিলেন তাদের বোন।
যিহূদার রাজারা
10 শলোমনের ছেলে রহবিয়াম,
তাঁর ছেলে অবিয়,
তাঁর ছেলে আসা,
তাঁর ছেলে যিহোশাফট,
11 তাঁর ছেলে যিহোরাম,[d]
তাঁর ছেলে অহসিয়,
তাঁর ছেলে যোয়াশ,
12 তাঁর ছেলে অমৎসিয়,
তাঁর ছেলে অসরিয়,
তাঁর ছেলে যোথম,
13 তাঁর ছেলে আহস,
তাঁর ছেলে হিষ্কিয়,
তাঁর ছেলে মনঃশি,
14 তাঁর ছেলে আমোন,
তাঁর ছেলে যোশিয়।
15 যোশিয়ের ছেলেরা:
বড়ো ছেলে যোহানন,
দ্বিতীয় ছেলে যিহোয়াকীম,
তৃতীয়জন সিদিকিয়,
চতুর্থজন শল্লুম।
16 যিহোয়াকীমের উত্তরাধিকারীরা:
তাঁর ছেলে যিহোয়াখীন,[e]
ও সিদিকিয়।
নির্বাসন-পরবর্তী রাজবংশ
17 বন্দি যিহোয়াখীনের বংশধরেরা:
তাঁর ছেলে শল্টীয়েল, 18 মলকীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা এবং নদবিয়।
19 পদায়ের ছেলেরা:
সরুব্বাবিল ও শিমিয়ি।
সরুব্বাবিলের ছেলেরা:
মশুল্লম ও হনানিয়। তাদের বোনের নাম শলোমীৎ। 20 এছাড়াও আরও পাঁচজন ছিলেন: হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ।
21 হনানিয়ের বংশধরেরা:
পলটিয় ও যিশায়াহ, এবং রফায়ের, অর্ণনের, ওবদিয়ের ও শখনিয়ের ছেলেরা।
22 শখনিয়ের বংশধরেরা:
শময়িয় ও তাঁর ছেলেরা: হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয় ও শাফট—মোট এই ছ-জন।
23 নিয়রিয়ের ছেলেরা:
ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম—মোট এই তিনজন।
24 ইলীয়ৈনয়ের ছেলেরা:
হোদবিয়, ইলীয়াশীব, পলায়, অক্কূব, যোহানন, দলায় ও অনানি—মোট এই সাতজন।

<- 1 বংশাবলি 21 বংশাবলি 4 ->