Link to home pageLanguagesLink to all Bible versions on this site
5
প্রেমিকা,
বন্ধুরা।
1 আমি আমার বাগানে এসেছি, আমার বোন, আমার কনে;
আমি আমার গন্ধরসের সঙ্গে আমার মশলা জোগাড় করেছি।
আমি আমার মৌচাক ও আমার মধু খেয়েছি,
আমি আঙ্গুর রস ও দুধ পান করেছি।
খাও, হে বন্ধুরা, পান কর,
ভালবাসা পরিপূর্ণ হয়ে পান কর।
প্রিয়তম।
2 আমি ঘুমিয়ে ছিলাম,
কিন্তু আমার হৃদয় জেগে ছিল।
এটা আমার প্রিয়তমের স্বর,
যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন,
“আমাকে দরজা খুলে দাও,
আমার কনে, আমার বোন,
আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন।
শিশিরে আমার মাথা ভিজে গেছে,
রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।”
3 “আমি আমার পোশাক খুলে ফেলেছি;
আমি আবার কিভাবে তা পরব? আমি আমার পা ধুয়েছি;
আমি আবার কিভাবে তা নোংরা করব?”
4 দরজার ছিদ্র দিয়ে আমার প্রিয়তম তাঁর হাত রাখলেন,
আমার মন তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠলো।
5 আমি আমার প্রিয়তমকে দরজা খুলে দেওয়ার জন্য উঠলাম,
আমার হাত থেকে গন্ধরস ঝরছিল,
আমার আঙ্গুল গন্ধরসে ভেজা ছিল।
6 আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুললাম,
কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন,
চলে গিয়েছিলেন। আমার অন্তর নিরাশায় ডুবে গিয়েছিল।
আমি তাঁকে খুঁজলাম, কিন্তু পেলাম না;
আমি তাঁকে ডাকলাম,
কিন্তু তিনি উত্তর দিলেন না।
7 শহরে ঘুরে বেড়ানো
পাহারাদারেরা আমাকে দেখতে পেল;
তারা আমাকে আঘাত করলো এবং ক্ষতবিক্ষত করলো;
প্রাচীরের পাহারাদারেরা আমার পোশাক কেড়ে নিল।
8 যিরূশালেমের মেয়েরা,
আমি তোমাদের বলছি,
যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও,
তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে,
আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি।
বন্ধুরা।
9 অন্য প্রিয়তমদের থেকে তোমার প্রিয়তম কিরকম ভাল?
ওহে সুন্দরী, অন্য প্রিয়তমদের চেয়ে
তোমার প্রিয়তম কিসে ভাল যে,
তুমি এই ভাবে আমাদের দিব্যি দিচ্ছ?
প্রিয়তম।
10 আমার প্রিয়তম উজ্জ্বল ও লালবর্ণের;
আমার প্রিয়তম *আমার প্রিয়তম সাদা এবং লাল এবং অন্য দশ হাজারের মধ্যে তিনি শ্রেষ্ঠউজ্জ্বল এবং শক্তিশালী হচ্ছে।
11 তাঁর মাথা খাঁটি সোনার মত,
তাঁর চুল কোঁকড়ানো ও দাঁড়কাকের মত কালো;
12 তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত,
দুধে ধোওয়া ও রত্নের মত বসানো।
13 তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত,
যেখান থেকে সুগন্ধ বের হয়।
তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।
14 তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত,
তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত।
15 তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির
উপর বসানো শ্বেতপাথরের থামের মত;
তাঁর চেহারা লিবানোনের মত,
বাছাই করা এরস গাছের মত।
16 তাঁর মুখ খুব মিষ্টি,
তিনি সম্পূর্ণ সুন্দর।
হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়,
এই আমার বন্ধু।

<- পরমগীত 4পরমগীত 6 ->