Link to home pageLanguagesLink to all Bible versions on this site
97
1 সদাপ্রভুু রাজত্ব করেন; পৃথিবী উল্লাসিত হোক,
দ্বীপগুলি আনন্দিত হোক;
2 মেঘ ও অন্ধকার তার চারিদিকে,
সদাপ্রভু ধার্ম্মিকতা এবং ন্যায়ের দ্বারা শাসন করেন।
3 আগুন তার আগে যায়
এবং চারিদিকে তার বিপক্ষদেরকে গ্রাস করে।
4 তার বিদ্যুৎ পৃথিবীকে আলোকিত করল;
পৃথিবী তা দেখল ও কেঁপে গেল।
5 পর্বতগুলি মোমের মত সদাপ্রভুুর সামনে গলে গেল,
সমস্ত পৃথিবীর প্রভুর সামনে।
6 স্বর্গ তার ন্যায়বিচার ঘোষণা করে
এবং সমস্ত জাতি তার মহিমা দেখেছে।
7 সেই সব লোকেরা লজ্জিত হোক,
যারা খোদাই করা প্রতিমার আরাধনা করে,
যারা অযোগ্য মূর্তিতে অহঙ্কার করে;
হে তথাকথিত ঈশ্বর, ঈশ্বরের আরাধনা কর।
8 সিয়োন শুনল ও আনন্দিত হল
এবং যিহূদার মেয়েরা উল্লাসিত হল,
হে সদাপ্রভুু, তোমার বিচারের জন্য।
9 কারণ হে সদাপ্রভুু,
তুমিই সমস্ত পৃথিবীর ওপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর,
তুমি সমস্ত দেবতা থেকে অনেক উন্নত।
10 সদাপ্রভু তাদেরকে ভালবাসেন যারা ঘৃণাকে অপছন্দ করে,
মন্দকে ঘৃণা কর! তিনি নিজের সাধুদের জীবন রক্ষা করেন
এবং দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
11 আলো চমকায় ধার্ম্মিকের জন্য
এবং আনন্দ তাদের জন্য যারা হৃদয়ে সৎ।
12 হে ধার্মিকরা, সদাপ্রভুুতে আনন্দিত হও
এবং তুমি তাঁর পবিত্র নামের ধন্যবাদ কর।

<- গীতসংহিতা 96গীতসংহিতা 98 ->