Link to home pageLanguagesLink to all Bible versions on this site
91
1 যে মহান ঈশ্বরের অন্তরালে থাকে,
সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
2 আমি সদাপ্রভুুর বিষয়ে বলব, “তিনি আমার আশ্রয়
এবং আমার দূর্গ, আমার ঈশ্বর,
আমি তাতে নির্ভর করব।”
3 হ্যাঁ, তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে
ও সর্বনাশক রোগ থেকে রক্ষা করবেন।
4 তিনি তাঁর ডানায় তোমাকে ঢেকে রাখবেন,
তার ডানার নীচে তুমি আশ্রয় পাবে;
তাঁর বিশ্বস্ততা একটি ঢাল এবং সুরক্ষা।
5 তুমি ভয় পাবে না রাতের আতঙ্কের থেকে
অথবা দিনের রবেলায় উড়ে আসা তীরের থেকে,
6 সংক্রামক মহামারীর থেকে যা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়ায়
অথবা রোগের থেকে যা দুপুরবেলায় আসে।
7 তোমার পাশে পড়বে হাজার জন
এবং তোমার ডান হাতে দশ হাজার জন পড়বে,
কিন্তু ওটা তোমার কাছে আসবে না।
8 তুমি শুধু পর্যবেক্ষণ করবে
এবং দুষ্টদের শাস্তি দেখবে।
9 “কারণ সদাপ্রভুু আমার আশ্রয়! তুমি মহান
সর্বশক্তিমান ঈশ্বরকে তোমার আশ্রয়স্থল করেছ,”
10 কোনো খারাপ তোমাকে অতিক্রম করতে পারেনা,
কোনো দুঃখ তোমার ঘরের কাছে আসবে না।
11 কারণ তিনি তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করার জন্য,
তোমাকে সুরক্ষিত করার জন্য তার স্বর্গদূতদের নির্দেশ দেবেন।
12 তারা তোমাকে হাতে করে তুলে নেবেন,
যেন তুমি সরে না যাও এবং পাথরের ওপরে না পড়।
13 তুমি সাপ ও সিংহকে ওপরে পা দেবে,
তুমি যুবসিংহ ও নাগকে মাড়াবে।
14 “সে আমার প্রতি অনুরাগী,
তার জন্য আমি তাকে উদ্ধার করব;
আমি তাকে রক্ষা করব,
কারণ সে আমার প্রতি অনুগত।”
15 সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব;
আমি বিপদে তার সঙ্গে থাকব;
আমি তাকে বিজয় দেব ও সম্মানিত করব।
16 আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করব,
আমার পরিত্রান তাকে দেখাব।

<- গীতসংহিতা 90গীতসংহিতা 92 ->