Link to home pageLanguagesLink to all Bible versions on this site
85
প্রধান বাদ্যকরের জন্য। কোরহ সন্তানদের সঙ্গীত।
1 হে সদাপ্রভুু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ,
তুমি যাকোবের মঙ্গল ফিরিয়েছ।
2 তুমি তোমার লোকদের অপরাধ ক্ষমা করেছ,
তুমি তাদের সমস্ত পাপ ঢেকে দিয়েছ।
3 তুমি তোমার সমস্ত ক্রোধ ফিরিয়ে নিয়েছ,
তুমি তোমার ক্রোধ থেকে ফিরে এসেছ।
4 আমাদেরকে ফেরাও, ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা
এবং আমাদের সঙ্গে তোমার অসন্তোষ দূর কর।
5 তুমি কি আমাদের ওপরে চিরকাল রেগে থাকবে?
তুমি কি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তোমার রাগ রাখবে?
6 তুমি কি আবার আমাদেরকে জীবিত করবে না?
তখন তোমার লোকেরা তোমাতে আনন্দ করবে।
7 হে সদাপ্রভুু, তোমার বিশ্বস্ততার নিয়ম আমাদেরকে দেখাও,
আর তোমার পরিত্রান আমাদেরকে দান কর।
8 ঈশ্বর সদাপ্রভুু যা বলবেন,
আমি তা শুনব; কারণ তিনি তাঁর লোকদের,
তাঁর বিশ্বস্ত অনুগামীদের কাছে শান্তির কথা বলবেন;
কিন্তু তারা আবার মূর্খতায় না ফিরুক।
9 সত্যিই তাঁর পরিত্রান তাদেরই কাছে থাকে,
যারা তাঁকে ভয় করে। তখন আমাদের দেশে মহিমা থাকবে।
10 বিশ্বস্ততার চুক্তি ও বিশ্বাসযোগ্যতা পরস্পর মিলল,
ধার্ম্মিকতা ও শান্তি একে অপরকে চুম্বন করল।
11 ভূমি থেকে বিশ্বাসযোগ্যতার অঙ্কুর ওঠে
এবং স্বর্গ থেকে বিজয় নীচু হয়ে দেখছে।
12 হ্যাঁ, সদাপ্রভুু তাঁর ভালো আশীর্বাদ দেবেন।
এবং আমাদের দেশ তার ফসল উত্পন্ন করবে।
13 ধার্ম্মিকতা তার আগে যাবে
এবং তাঁর পদচিহ্নকে পথ সরূপ করবে।

<- গীতসংহিতা 84গীতসংহিতা 86 ->