Link to home pageLanguagesLink to all Bible versions on this site
52
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের মস্কীল। তখন ইদোমীয় দয়েগ আসিয়া শৌলকে এই সংবাদ দিল যে, দায়ূদ অহীমেলকের ঘরে এসেছে, তখন।
1 তুমি কেন বিপদের সৃষ্টিতে গর্ব করছ?
ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততা প্রতি দিন আসে।
2 তোমার জিভ ধারালো ক্ষুরের মত
ধ্বংসের পরিকল্পনা করেছে যা মিথ্যা কাজ করে।
3 তুমি ভালো চেয়ে মন্দকে ভালবাসো
এবং ন্যায়ের পরিবর্তে মিথ্যা কথা বলা ভালবাস। সেলা
4 তোমার প্রতারণার জিভ
সমস্ত দিন ভালবাসে বিনাশের কথা।
5 ঈশ্বর একইভাবে তোমাকে চিরতরে বিনষ্ট করবেন;
সে তোমাকে নিয়ে যাবে এবং তাঁবু থেকে বের করে দেবে
এবং জীবিতদের দেশ থেকে
তোমাকে বাইরে বের করবে। সেলা
6 ধার্মিকরাও তা দেখতে পাবে এবং ভয় পাবে,
আর তারা তাকে দেখবে এবং হাসবে।
7 “দেখ, ঐ এমন এক ব্যক্তি যে ঈশ্বরকে নিজের শক্তি মনে করত না,
কিন্তু সে তার ধন সম্পদের প্রাচুর্যের উপরে নির্ভর করত
এবং দুষ্টতা মধ্যে নিজেকে প্রতিপন্ন করত।”
8 কিন্তু আমি, ঈশ্বরের ঘরে সবুজ জিতবৃক্ষের মত;
আমি চিরকালের জন্য ঈশ্বরের নিয়মের বিশ্বস্ততায় বিশ্বাস করব।
9 ঈশ্বর, চিরকালের জন্য আমি তোমাকে ধন্যবাদ দেব,
কারণ তুমি যা করেছিলে তার জন্য।
আমি তোমার বিশ্বস্ত লোকেদের সামনে তোমার
নামের অপেক্ষা করব, কারণ তা ভালো।

<- গীতসংহিতা 51গীতসংহিতা 53 ->