Link to home pageLanguagesLink to all Bible versions on this site
50
আসফের একটি গীত।
1 এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন
এবং সূর্য্যের উদয়স্থান থেকে
অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন।
2 সিয়োন থেকে, সৌন্দর্য্যের পরিপূর্ণ স্থান থেকে,
ঈশ্বর চিত্কার দীপ্তি প্রকাশ করেছেন।
3 আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না;
তার আগে আগুন গ্রাস করবে
এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে।
4 তিনি উপরে স্বর্গকে ডাকবেন
এবং পৃথিবীকেও ডাকবেন,
যাতে নিজের লোকেদের বিচার করতে পারে।
5 “আমার বিশ্বস্ত ব্যক্তিদের একসঙ্গে আমার কাছে একত্র কর,
যারা বলিদান দ্বারা আমার সাথে একটি নিয়ম করেছে।”
6 আর স্বর্গ তাঁর ধার্ম্মিকতা ঘোষণা করবে,
কারণ ঈশ্বর নিজেই বিচারক। সেলা
7 “আমার লোকেরা, শোন, আমি বল;
ইস্রায়েল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই।
আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর।
8 আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না,
তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।
9 আমি তোমার গৃহ থেকে ষাঁড়
বা তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।
10 কারণ বনের সমস্ত প্রাণী আমার
এবং হাজার হাজার পাহাড়ের গবাদি পশু আমার।
11 আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি
এবং মাঠের প্রাণীরা সকলই আমার।
12 যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না;
কারণ জগৎ ও তার সমস্তই আমার।
13 আমি কি ষাঁড়ের মাংস খাব
বা আমি কি ছাগলের রক্ত পান করব?
14 তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে
বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও
এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।
15 আর বিপদের দিনের আমাকে ডাকো;
আমি তোমাকে উদ্বার করব
এবং তুমি আমার গৌরব করবে।”
16 কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে,
আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার,
তুমি আমার নিয়ম মুখে এনেছ।
17 তুমি শাসন ঘৃণা করে থাক
এবং আমার বাক্যকে দূরে ফেলে থাক।
18 যখন তুমি একটি চোরকে দেখ
তুমি তার সাথে একমত হও,
তুমি ব্যভিচারিণীদের সাথে অংশগ্রহণ কর।
19 তুমি মন্দ বিষয়ে মুখ দিয়ে থাক
এবং তোমার জিভ প্রতারণা প্রকাশ করে।
20 তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলে থাক,
তুমি নিজের মায়ের পুত্রকে নিন্দা করে থাক।
21 তুমি এই সব কাজ করেছ,
আমি নীরব হয়ে আছি;
তুমি চিন্তা কর আমি তোমার মত কেউ ছিলাম,
কিন্তু আমি তোমাকে তিরস্কার করব
ও তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করব।
22 এখন তুমি এই কথা মনে করবে যারা ঈশ্বরকে ভুলে যায়,
পাছে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলি
এবং তোমাকে সাহায্য করতে না আসি।
23 যে ব্যক্তি আমাকে ধন্যবাদের বলি উৎসর্গ করে
এবং সেই আমার গৌরব করে;
যে ব্যক্তি সঠিক পথের পরিকল্পনা করে,
তাকে আমি ঈশ্বরের পরিত্রান দেখাব।

<- গীতসংহিতা 49গীতসংহিতা 51 ->