Link to home pageLanguagesLink to all Bible versions on this site
49
প্রধান বাদ্যকরের জন্য। করোহ-সন্তানদের একটি গীত।
1 শোন, সমস্ত লোকেরা;
কান দাও, বিশ্বের সব বাসিন্দারা।
2 সামান্য এবং ধনী লোকের সন্তান উভয়ই;
ধনী ও দরিদ্র সকলেই।
3 আমার মুখ জ্ঞানের কথা বলে
এবং আমার হৃদয়ের ধ্যান বোঝে।
4 আমি দৃষ্টান্তের কথায় কান নেব;
বীণাযন্ত্রে আমি গূর বাক্যের ব্যাখা করব।
5 কেন মন্দ দিন কে আমি ভয় করব,
যখন তাদের বিপদ আমাকে ঘিরে ধরে।
6 যারা নিজেদের সম্পদে বিশ্বাস করে
এবং তাদের সম্পদে তারা প্রচুর গর্ব করে।
7 তাদের মধ্যে কেউই নিজেকে মুক্ত করতে পারে না
বা প্রায়েশ্চিত্ত এর জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না।
8 কারণ তাদের প্রাণের মুক্তি ব্যয়বহুল
এবং চিরকাল অসাধ্য।
9 কেউ চিরতরে বাঁচতে পারবে না,
যাতে তার শরীর ক্ষয় না।
10 কারণ সে দেখে যে,
জ্ঞানী মানুষ মারা যায়; বোকা
এবং বর্বরেরা একইরকম বিনষ্ট হয়
এবং তারা অন্যদের জন্য তাদের সম্পদ ছেড়ে দেন।
11 তাদের চিন্তা হল তাদের পরিবার চিরদিনের র জন্য চলবে
এবং তাদের সব প্রজন্ম সেখানে বাস করবে;
তারা তাদের নিজেদের নামে তাদের জমির নাম রাখে।
12 কিন্তু মানুষ, যারা মরুভূমিরগুলো মত;
সম্পদ থাকলেও জীবিত থাকবে না।
13 এই তাদের পথ, তাদের মূর্খতা;
তখন তাদের পরে,
লোকে তাদের বাক্যের অনুমোদন করে। সেলা
14 তাদের পাতালের জন্য একটি
মেষপালকের মত নিযুক্ত করা হয়,
মৃত্যু তাদের রাখাল হবে;
তাদেরকে পাতালে অবতরণ করানো হবে;
তাদের রূপ পাতালে ভোগ করবে
যাতে তার কোনো বাসস্থান আর না থাকে।
15 কিন্তু ঈশ্বর পাতালের শক্তির হাত থেকে
আমার প্রাণ মুক্ত করবেন;
কারণ তিনি আমাকে গ্রহণ করবেন। সেলা
16 তুমি ভয় পাবে না,
যখন কেউ মহিমান্বিত হয়,
যখন তার বংশ শক্তি বৃদ্ধি পাবে।
17 কারণ যখন তিনি মারা যায়
সে কিছুই সঙ্গে নিয়ে যাবে না,
তার ক্ষমতা তার সাথে যাবে না।
18 যদিও সে জীবিত থাকাকালীন
নিজের প্রাণকে আশীর্বাদ করেছিল
এবং তুমি তোমার জন্য মঙ্গল করলে
লোকে তোমার প্রশংসা করে।
19 তিনি তাঁর পিতৃপুরুষদের কাছে যাবে;
তারা আর আলো দেখতে পাবে না।
20 যার সম্পদ আছে কিন্তু কোন বুদ্ধি নেই
সে এমন পশুদের মত যা নষ্ট হয়ে যায়।

<- গীতসংহিতা 48গীতসংহিতা 50 ->