Link to home pageLanguagesLink to all Bible versions on this site
48
একটি সঙ্গীত। করোহ-সন্তানদের একটি গীত।
1 সদাপ্রভুু মহান এবং অত্যন্ত প্রশংসনীয়,
আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পর্বতে।
2 সুন্দর উচ্চ ভূমি, সমস্ত পৃথিবী আনন্দ স্থল,
উত্তর দিকের সিয়োন পর্বত, মহান রাজার শহর।
3 ঈশ্বর তাঁর আশ্রয়স্থানের মধ্যে
প্রাসাদের বলে নিজের পরিচয় দিয়েছেন।
4 কারণ দেখ, রাজারা নিজেদের একত্র করে;
তারা একসঙ্গে চলে গেলেন।
5 তারা দেখলেন, তারপর তারা অবাক হলেন;
তারা হতাশ ছিল এবং দ্রুত চলে গেল।
6 সেখানে তাদের কম্পন ধরল,
প্রসবকারিনী মহিলার মত তার ব্যথা ধরল।
7 তুমি পূর্ব বায়ু দিয়ে তুর্শীশের জাহাজ ভাঙ্গো।
8 আমরা যেমন শুনেছিলাম,
তাই আমরা বাহিনীদের সদাপ্রভুুর শহর দেখলাম,
আমাদের ঈশ্বরের শহর;
ঈশ্বর এটি চিরদিনের র জন্য স্থাপন করবেন। সেলা
9 আমরা তোমার নিয়মের বিশ্বস্ততা সম্পর্কে চিন্তা করেছি,
ঈশ্বর, তোমার মন্দিরের মাঝখানে।
10 যেমন তোমার নাম ঈশ্বর,
তেমনি তোমার প্রশংসা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত;
তোমার ডান হাত ধার্মিকতার দ্বারা পরিপূর্ণ।
11 সিয়োন শহর আনন্দ করুক,
যিহূদার লোকেরা আনন্দ করুক,
তোমার ধার্মিক শাসনের জন্য।
12 তোমরা সিয়োনের কাছাকাছি হেঁটে চল,
তার চারিদিকে ভ্রমণ করে, তার দূর্গ গণনা করে।
13 তার দেয়ালে মনোযোগ কর
এবং তার প্রাসাদের দিকে তাকাও
যাতে পরবর্তী প্রজন্মকে তা বলতে পার।
14 কারণ এই ঈশ্বরই চিরদিনের র জন্য আমাদের ঈশ্বর;
তিনি চিরকাল আমাদের পথ পথদর্শক হবে।

<- গীতসংহিতা 47গীতসংহিতা 49 ->