Link to home pageLanguagesLink to all Bible versions on this site
দ্বিতীয় বই
42
গীতসংহিতা 42-72
গীতসংহিতা 42 দ্বিতীয় বই প্রধান সঙ্গীতজ্ঞ জন্য। কোরহের পুত্রদের একটি মস্কীল।
1 হরিণ যেমন জলস্রোতের জন্য আকাঙ্খা করে,
ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকাঙ্খা করে।
2 ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত,
জীবিত ঈশ্বরের জন্য; আমি কখন আসব
এবং ঈশ্বরের সামনে দাঁড়াব?
3 আমার চোখের জল দিন রাত্র আমার খাবার হয়েছে,
যখন আমার শত্রুরা সবদিন আমাকে বলছে,
“কোথায় তোমার ঈশ্বর?”
4 যখন আমি এই জিনিস মনে রাখব
এবং আমার প্রাণ আমার ভিতরে দেব,
কিভাবে আমি তাদের সাথে গিয়েছিলাম
এবং ঈশ্বরের ঘরে তাদের নেতৃত্ব দিয়েছিলাম,
প্রশংসা এবং আনন্দ কণ্ঠস্বরের সাথে বহুলোক এটি পালন করত।
5 আমার প্রাণ, কেন তুমি নিরুত্সাহিত হও?
কেন তুমি আমার মধ্যে চিন্তিত? ঈশ্বরে আশা রাখো,
আমি এখনও তাঁর প্রশংসা করবো,
তাঁর উপস্হিতি সাহায্যের জন্য।
6 আমার ঈশ্বর, আমার প্রাণ আমার মধ্যে নিরুত্সাহিত হয়;
সেইজন্য আমি তোমাকে ডাকছি যর্দ্দন দেশ থেকে,
আর হর্মোনের তিনটি শিখর
এবং মিৎসিয়র পর্বত থেকে।
7 তোমার নির্ঝর সমূহের শব্দ জল প্রবাহকে ডাকছে;
তোমার সকল ঢেউ
এবং তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়ে যাচ্ছে।
8 কিন্তু সদাপ্রভুু দিবসের দিনের তাঁর
চুক্তি বিশ্বস্তভাবে পালন করবেন, রাতে তাঁর গান আমার সাথে থাকবে,
আমার জীবনের প্রার্থনা ঈশ্বরের কাছে বলবে।
9 আমি ঈশ্বরকে বলব, আমার শিলা,
“কেন তুমি আমাকে ভুলে গেছ?
কেন শত্রুদের অত্যাচারের কারণে আমি শোক করি?”
10 আমাকে বিপক্ষরা আমার তিরস্কার করে,
যেন আমার হাড় ভেঙে দেয়, তারা সবদিন আমাকে বলে,
তোমার ঈশ্বর কোথায়?
11 কেন তুমি আমার প্রাণকে নিরুত্সাহিত করছ?
কেন আমার মধ্যে চিন্তিত হচ্ছ?
ঈশ্বরে আশা রাখো, আমি এখনও তাঁর প্রশংসা করবো,
কারণ তিনি আমার পরিত্রান এবং আমার ঈশ্বর।

<- গীতসংহিতা 41গীতসংহিতা 43 ->