Link to home pageLanguagesLink to all Bible versions on this site
145
প্রশংসা সঙ্গীত দায়ূদের।
1 আমি তোমার উচ্চ প্রশংসা করব,
আমার ঈশ্বর, রাজা;
আমি অনন্তকাল তোমার নামের মহিমা কীর্তন করব।
2 প্রতিদিন আমি তোমার মহিমা কীর্তন করব,
আমি অনন্তকাল তোমার নামের প্রশংসা করব।
3 সদাপ্রভুু মহান এবং অত্যন্ত প্রশংসনীয়;
তাঁর মহিমা জ্ঞানের অতীত।
4 বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে
তোমার কাজের প্রশংসা করবে
এবং তোমার পরাক্রমের কাজ প্রচার করবে,
5 তারা তোমার গৌরবযুক্ত মহিমার কথা বলবে
ও আমি তোমার আশ্চর্য কাজের ধ্যান করব।
6 তারা তোমার ক্ষমতা মহৎ কাজের কথা বলবে,
আমি তোমার মহিমার কথা ঘোষণা করব।
7 তারা তোমার উচ্ছ্বসিত ধার্মিকতার কথা ঘোষণা করবে,
তারা গান গাবে তোমার ধার্মিকতার সম্বন্ধে।
8 সদাপ্রভুু করুণাময় এবং ক্ষমাপূর্ণ,
ক্রোধে ধীর এবং দয়াতে মহান।
9 সদাপ্রভুু সকলের পক্ষে মঙ্গলময়,
তাঁর কোমল করুণা তাঁর করা সব কাজের ওপরে আছে।
10 তুমি সব যা করেছ তার জন্য তাঁকে ধন্যবাদ দেবে,
সদাপ্রভুু এবং তোমার বিশ্বস্তরা তোমাকে ধন্যবাদ দেবে।
11 তারা তোমার রাজ্যের গৌরব করবে
এবং তোমার শক্তির কথা বলে।
12 তারা মানবজাতি কে জানাতে পারবে ঈশ্বরের পরাক্রমের সব কাজ
এবং তাঁর রাজ্যের ঐশ্বর্য্যময় জাঁকজমক।
13 তোমার রাজ্য একটা চিরস্থায়ী রাজ্য
এবং তোমার কর্তৃত্ব বংশপরস্পর স্থায়ী।
14 সদাপ্রভুু পতনোম্মুখ সবাইকে সহায়তা করেন,
অবনত সবাইকে ওপরে ওঠান।
15 সবার চোখ তোমার জন্য অপেক্ষা করে,
তুমি তাদেরকে ঠিক দিনের তাদের খাবার দিচ্ছ।
16 তুমি তোমার হাত মুক্ত করে রাখ
এবং প্রত্যেক জীবন্ত প্রাণীর ইচ্ছা পূরণ কর।
17 সদাপ্রভুু তাঁর সব পথে ধার্মিক
এবং তিনি তাঁর সব কাজে করুণাময়।
18 সদাপ্রভুু সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে,
যারা তাঁকে বিশ্বাসযোগ্যতায় ডাকে।
19 যারা তাঁকে সম্মান করে তিনি তাদের ইচ্ছা পূরন করেন;
তিনি তাদের কান্না শোনেন
এবং তাদের রক্ষা করেন।
20 সদাপ্রভুু সবার প্রতি লক্ষ্য রাখেন যারা তাঁকে প্রেম করে,
কিন্তু দুষ্টদের সবাইকে ধ্বংস করবেন।
21 আমার মুখ সদাপ্রভুুর প্রশংসা করবে;
সব জাতি যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের ধন্যবাদ করুক।

<- গীতসংহিতা 144গীতসংহিতা 146 ->