Link to home pageLanguagesLink to all Bible versions on this site
141
দায়ূদের সঙ্গীত।
1 সদাপ্রভুু, আমি তোমাকে ডেকেছি; আমার কাছে তাড়াতাড়ি এস।
আমার কথা শোনো যখন আমি তোমাকে ডাকি।
2 আমার প্রার্থনা তোমার সামনে সুগন্ধি ধূপের মত হবে;
আমার তোলা হাত সন্ধ্যাবেলার উপহারের মতো হোক।
3 সদাপ্রভুু, আমার মুখের ওপরে প্রহরী নিযুক্ত কর;
আমার ঠোঁটের দরজা পাহারা দাও।
4 আমার মনে কোন খারাপ বিষয় আসতে দিও না
বা আমি যেন পাপ কাজের সঙ্গে যুক্ত লোকদের সঙ্গে
যুক্ত না হই যারা খারাপ ব্যবহার করে
এবং ওদের কোনো সুস্বাদু খাবার না খাই।
5 ধার্মিক লোক আমাকে আঘাত করুক,
এটা আমার কাছে দয়া হবে সে আমাকে উপযুক্ত করুক,
এটা আমার মাথার তেল হবে;
আমার মাথা তা নিতে অস্বীকার না করুক,
কিন্তু আমার প্রার্থনা সব দিন দুষ্টদের কাজের বিরুদ্ধে।
6 তাদের বিচারকর্তাদের ওপর থেকে
খাড়া বাঁধের ওপর ছুঁড়ে ফেলা হল;
লোকেরা আমার মধুর বাক্য শুনবে।
7 তারা বলবে, “যখন একজন লাঙ্গল দেবে
এবং মাটি ভাঙবে যেমন করে,
সে রকম পাতালের মুখে আমাদের হাড় ছড়িয়ে পড়েছে।”
8 নিশ্চয়ই, আমার চোখ তোমার ওপরে আছে,
সদাপ্রভুু প্রভু, আমি তোমারই শরনাগত,
আমার আত্মা অসহায় অবস্থায় ত্যাগ করো না।
9 অন্যায়কারীরা যে ফাঁদ আমার জন্য পেতে রেখেছে
তা থেকে আমায় রক্ষা কর।
10 দুষ্টরা নিজেদের জালে নিজেরা পড়ুক
সেই দিন আমি পালাবো।

<- গীতসংহিতা 140গীতসংহিতা 142 ->