Link to home pageLanguagesLink to all Bible versions on this site
108
গীত। দায়ূদের সঙ্গীত।
1 আমার হৃদয় স্থির, ঈশ্বর, আমি গান গাব
এবং আমার গৌরব সহ স্তব করব।
2 ঘুম থেকে ওঠো, বাঁশী
এবং বীণা; আমি ঊষাকে জাগাব।
3 আমি তোমাকে ধন্যবাদ দেবো,
সদাপ্রভুু, লোকেদের মধ্যে;
আমি তোমার প্রশংসা গান গাব জাতিদের মধ্যে।
4 কারণ তোমার বিশ্বস্ততার বিধি আকাশমণ্ডলের ওপরে মহৎ
এবং তোমার বিশ্বাসযোগ্যতা আকাশ পর্যন্ত পৌঁছয়।
5 ঈশ্বর, আকাশমণ্ডলের ওপরে উন্নত হও
এবং সারা পৃথিবীর ওপরে তোমার গৌরব উন্নত হোক।
6 যাতে তুমি যাদের ভালবাসো তারা যেন উদ্ধার পায়,
তোমার ডানহাত দিয়ে আমাদের উদ্ধার কর
এবং আমাকে উত্তর দাও।
7 ঈশ্বর তাঁর পবিত্রতায় কথা বলেছেন,
“আমি উল্লাস করব; আমি শিখিম ভাগ করব
এবং সুক্কোতের উপত্যকার অংশ ভাগ করে দেবো।
8 গিলিয়দ আমার, মনঃশিও আমার;
ইফ্রয়িমও আমার মাথার বর্ম;
যিহূদা আমার বিচারদণ্ড;
9 মোয়াব আমার ধোবার পাত্র;
আমি ইদোমের ওপরে আমার জুতো ছুড়বো;
আমি পলেষ্টিয়ার ওপরে জয়ধ্বনি করবো।
10 কে আমাকে এই শক্তিশালী শহরে নিয়ে যাবে?
কে আমাকে ইদোম পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাবে?”
11 ঈশ্বর, তুমি কি আমাকে অগ্রাহ্য করনি?
তুমি আমাদের বাহিনীদের সঙ্গে যুদ্ধে যাওনি?
12 শত্রুদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর;
কারণ মানুষের সাহায্য বৃথা।
13 আমরা ঈশ্বরের সাহায্য নিয়ে বিজয়ী হব,
তিনিই আমাদের শত্রুদের পদদলিত করবেন।

<- গীতসংহিতা 107গীতসংহিতা 109 ->