Link to home pageLanguagesLink to all Bible versions on this site
20
1 আঙ্গুর রস উপহাসক; সুরা কলহকারিনী;
যে পানীয়ের দ্বারা বিপথগামী হয়, সে জ্ঞানবান নয়।
2 রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো;
যে তাঁর রাগ জন্মায়, সে নিজের প্রাণ হারায়।
3 বিবাদ থেকে সরে যাওয়া যে কোনো লোকের গৌরব;
কিন্তু প্রত্যেক নির্বোধ তর্কের মধ্যে পড়ে।
4 অলস শরত্কালে হাল বহে না,
শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না।
5 মানুষের হৃদয়ের উদ্দেশ্য গভীর জলের মতো;
কিন্তু বুদ্ধিমান তা তুলে আনবে।
6 অনেক লোক ঘোষণা করে যে সে বিশ্বস্ত,
কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পেতে পারে?
7 যে ধার্মিক নিজের সততায় চলে
এবং তার পরে তার ছেলেরা ধন্য।
8 যে রাজা সিংহাসনে বসে বিচারের দায়িত্ব পালন করে,
তিনি দৃষ্টির দ্বারা সমস্ত মন্দ উড়িয়ে দেন।
9 কে বলতে পারে, “আমি হৃদয় পরিষ্কার করেছি,
আমার পাপ থেকে মুক্ত হয়েছি?”
10 ভিন্ন ধরনের বাটখারা এবং অসম ওজন,
উভয়ই সদাপ্রভু ঘৃণা করে।
11 এছাড়া, বালকও তার কাজের মাধ্যমে পরিচয় দেয়,
তার কাজ বিশুদ্ধ ও সরল কি না, জানায়।
12 শ্রবণকারী কান ও দর্শনকারী চোখ,
এই উভয়ই সদাপ্রভুর বানানো।
13 ঘুমকে ভালবেসো না, পাছে দারিদ্রতা আসে;
তুমি চোখ খোলো, খেয়ে সন্তুষ্ট হবে।
14 ক্রেতা বলে,
“খারাপ! খারাপ!” কিন্তু যখন চলে যায়,
তখন গর্ব করে।
15 সোনা আছে, প্রচুর মূল্যবান পাথরও আছে,
কিন্তু জ্ঞানবিশিষ্ট ঠোঁট অমূল্য রত্ন।
16 যে অপরের জামিন হয়,
তার পোশাক নিয়ে নাও;
যে বিজাতীয়দের জামিন হয়,
তার কাছে বন্ধক নাও।
17 মিথ্যা কথার ফল মানুষের মিষ্টি মনে হয়,
কিন্তু পরে তার মুখ কাঁকরে পরিপূর্ণ হয়।
18 পরামর্শ দ্বারা সব পরিকল্পনা স্থির হয়
এবং তুমি কেবল জ্ঞানের চালনায় যুদ্ধ কর।
19 পরচর্চা গোপন কথা প্রকাশ করে;
যে বেশি কথা বলে, তার সঙ্গে ব্যবহার কর না।
20 যদি একজন লোক তার বাবাকে অথবা মাকে অভিশাপ দেয়,
তার বাতি অন্ধকারের মাঝে নিভে যাবে।
21 যে অধিকার প্রথমে তাড়াতাড়ি পাওয়া যায়,
তার শেষ আশীর্বাদযুক্ত হবে না।
22 তুমি বল না,
“আমি এই ভুলের জন্য তোমাকে প্রতিশোধ দেব;”
সদাপ্রভুর অপেক্ষা কর,
তিনি তোমাকে উদ্ধার করবেন।
23 অসম ওজন সদাপ্রভু ঘৃণা করেন
এবং অসৎ তুলাদন্ড ভাল নয়।
24 মানুষের পদক্ষেপ সদাপ্রভুর দ্বারা হয়,
তবে মানুষ কেমন করে নিজের পথ বুঝবে?
25 হঠাৎ পবিত্র হল, বলা,
আর মানতের পর বিচার করা,
একজন লোকের ফাঁদের মতো।
26 জ্ঞানবান রাজা আজ দুষ্টদেরকে ঝেড়ে ফেলেন
এবং তাদের ওপর দিয়ে গরুর গাড়ি চালান।
27 মানুষের আত্মা সদাপ্রভুর প্রদীপ তা তার অন্তরতম অংশে খোঁজ করে।
28 নিয়মের বিশ্বস্ততা ও বিশ্বাসযোগ্যতা রাজাকে রক্ষা করে;
তিনি দয়ায় নিজের সিংহাসন সুরক্ষিত রাখেন।
29 যুবকদের শক্তিই তাদের শোভা,
আর পাকা চুল বয়ষ্ক লোকদের শ্রী।
30 প্রহারের যা মন্দকে পরিষ্কার করে
এবং দন্ডপ্রহার অন্তরতম অংশ পরিষ্কার করে।

<- হিতোপদেশ 19হিতোপদেশ 21 ->